Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা শিরোনাম - আমার ঘুম যেন না ভাঙেকলমে - সুশান্ত মোহন চট্টোপাধ্যায়তারিখ - ০৭/০৮/২০২৩
সাহারার বুকে নগ্ন পায়ে হেঁটেছিছুঁয়ে দেখেছি আগুনের লেলিহান শিখা,কোন অনুভূতিই হয়নি আমার।সমুদ্রের জলে গলা ভিজিয়েছিমরিনি এখনও বিষপানে।গাছের ছায়ায় শ…

 


কবিতা শিরোনাম - আমার ঘুম যেন না ভাঙে

কলমে - সুশান্ত মোহন চট্টোপাধ্যায়

তারিখ - ০৭/০৮/২০২৩


সাহারার বুকে নগ্ন পায়ে হেঁটেছি

ছুঁয়ে দেখেছি আগুনের লেলিহান শিখা,

কোন অনুভূতিই হয়নি আমার।

সমুদ্রের জলে গলা ভিজিয়েছি

মরিনি এখনও বিষপানে।

গাছের ছায়ায় শুয়েছি দীর্ঘকাল

ঘুম এসে জড়ায়নি চোখে,

এভারেস্টের চূড়ায় ঘুরে এসেছি

একটুও ঠাণ্ডা লাগেনি গায়।

আসলে তোমার ভাবনাই আমাকে

জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে রেখেছে

সেখানে উত্তাপ বা শীতলতা কিছুই নেই।

যেদিন জ‍্যোৎস্নার স্পর্শ পেলাম

আমার চোখের পাতায় চুম্বনের অনুভূতি

আমি উত্তপ্ত হয়েছিলাম দেহে,

মন বরফের মতো শীতল হয়েছিল

বিষের নেশা কাটিয়ে অমৃতের সন্ধান পেয়েছিলাম।

আমি পাড়ি দিলাম ঘুমের রাজ‍্যে,

সে ঘুম যেন আর না ভাঙে আমার!

                       * * *