বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবছর কয়েক আগে সুন্দর করে সাজানো হয়েছিল কল্লোলিনী মেছেদা বাসস্ট্যান্ড এবং মেচেদা স্টেশন রোড। আপ ডাউন নির্দেশিকা দেওয়ার জন্য তৈরি হয়েছিল ডিভাইডার। লাগানো হয়েছিল নানা বাহারের ফুল গাছ। রাস্তার ধারে …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বছর কয়েক আগে সুন্দর করে সাজানো হয়েছিল কল্লোলিনী মেছেদা বাসস্ট্যান্ড এবং মেচেদা স্টেশন রোড। আপ ডাউন নির্দেশিকা দেওয়ার জন্য তৈরি হয়েছিল ডিভাইডার। লাগানো হয়েছিল নানা বাহারের ফুল গাছ। রাস্তার ধারে আলোর রোশনাই তৈরি করেছিল একগুচ্ছ পথবাতি দিয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও দেখাশোনার অভাবে সবটাই এখন সাধারণ মানুষ জনকে নাকানিচুবানি খাওয়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের রাস্তা আর পথবাতির আলোর না জ্বলার জন্য। দুদিনের বৃষ্টিতে ওই রাস্তার বেহাল দশা মানুষজনকে আরও অতিষ্ঠ করে তুলেছে বাস ধরার জন্য দূরদূরান্তের নিত্যযাত্রীদের জমা জল পেরিয়ে যাওয়ার জন্য। দেখাশোনার অভাবে ডিভাইডারে হয়েছে ঝোপঝাড় , জমেছে আবর্জনার স্তুপ। যে পথবাতি মেচেদা সংলগ্ন ১১৬ নম্বর জাতীয় সড়ক এবং মেচেদা স্টেশন রোডে আলোকের ঝরনা ধারায় ভরিয়ে দিত দীর্ঘদিন পথবাতি জ্বলে না। স্টেশন রোডে পাঁচ মাথার মোড় থেকে বাস স্ট্যান্ড প্রবেশ করার মুখে সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টি হলেই জল জমে থাকতে দেখা যায় ওই রাস্তার উপর। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্তে যাওয়ার জন্য নিত্য যাত্রীরা। স্থানীয় বাসিন্দা সুকুমার মাইতি জানান মূলত রক্ষণাবেক্ষণের অভাবের জন্যেই রাস্তার এমন পরিণতি। দু তিন বছর আগে সুন্দরভাবে যে রাস্তাটি রূপ পেয়েছিল তার এমন ভগ্নদশায় রূপান্তরিত হবে এটা ভাবা যায় না। নিত্যযাত্রীদের স্বার্থে প্রশাসনের অবিলম্বে রাস্তা সংস্কারের থেকে শুরু করে কে পথবাতি গুলি বর্তমানে নষ্ট হয়ে গেছে তার সংস্কারের প্রয়োজন।