Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গড়বেতায় কচ্ছপ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,গড়বেতা......... বুধবার রাতে গড়বেতা এক চক্রের শ্যামানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা ঐ গ্রামেরই বাসিন্দা প্রদীপ মাইতি (সৌরভ) নিজেদের গ্রামে  একটি কচ্ছপ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তিনি বিষয়…



নিজস্ব সংবাদদাতা,গড়বেতা......... বুধবার রাতে গড়বেতা এক চক্রের শ্যামানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা ঐ গ্রামেরই বাসিন্দা প্রদীপ মাইতি (সৌরভ) নিজেদের গ্রামে  একটি কচ্ছপ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


তিনি বিষয়টি উনার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা সমাজকর্মী মৃত্যুঞ্জয় সামন্তকে জানান এবং কচ্ছপটিকে সংরক্ষণের সাহায্য চান। মৃত্যুঞ্জয় বাবু কচ্ছপটিকে বাঁচিয়ে রাখতে বলে,বিষয়টি নিয়ে পরিবেশকর্মী মনিকাঞ্চন রায়ের সঙ্গে পরামর্শ করেন।

সেইমতো বৃহস্পতিবার সকালে মনিকাঞ্চনবাবুর মাধ্যমে ও রূপনারায়নপুর ডিভিশনের ডি এফ ও মনীশ যাদব সহযোগিতায় এবং গড়বেতার শিক্ষক তথা জেলা পরিষদ সদস্য শান্তনু দের তৎপরতায় প্রদীপবাবু ও শান্তনু বাবু আমলাগোড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার চঞ্চল গোস্বামীর হাতে কচ্ছপটি তুলে দেন।বনদপ্তর এই কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।