এগরা কথা-ছন্দ বাইশে শ্রাবণ উদযাপন করল ভিন্ন অনুভবী সন্ধ্যে।রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩মহাপ্রযাণ দিবসে কথা-ছন্দর নিজস্ব ভবনে সূচনা হয়ে ছিল সন্ধ্যা ৬-৩০এ বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে । এর সাথে প্রদীপে আলোকময় করে তোলেন আজীবন সদস্য …
এগরা কথা-ছন্দ বাইশে শ্রাবণ উদযাপন করল ভিন্ন অনুভবী সন্ধ্যে।রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩মহাপ্রযাণ দিবসে কথা-ছন্দর নিজস্ব ভবনে সূচনা হয়ে ছিল সন্ধ্যা ৬-৩০এ বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে । এর সাথে প্রদীপে আলোকময় করে তোলেন আজীবন সদস্য ডাঃ অনিল কুমার মিশ্র, বর্ষীয়ান কবি হেমন্ত মাইতি। শিক্ষার্থীরা ফুলের নৈবেদ্য প্রতিকৃতিতে অর্পণ করে। অনুভব এর প্রথম পর্যায়ে বাইশে শ্রাবণকে লক্ষ রেখে অচিন্ত্যকুমার সেনগুপ্ত, গীতাঞ্জলির কোথায় আলো,,যতীন্দ্রনাথ সেনগুপ্ত রজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ এর মৃত্যুঞ্জয়, ও পাশাপাশি পূজা পর যা এর চারটি গান নিবেদনে শিক্ষার্থী -পৌলমী,শাসমল, সাযনী বেরা, শম্পা জানা,অভিষিক্তা রায়, অনুষ্কা ভক্ত, গ্রন্থনা চৈতালি বোস ।
দ্বিতীয় পর্যায়ে কবিতা পাঠ করেন ডাঃ অনিল কুমার মিশ্র, ও কবি হেমন্ত মাইতি । অন্তিম পর্যায়ে রবীন্দ্রনাথ এর কনিষ্ঠা কন্যা মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথের অকাল প্রয়াণ ও বাইশে শ্রাবণ ১৩৩৯ এই ভাবনার একটি প্রবন্ধ "আমার যে দিন ভেসে গেছে"রচনা-রবীন্দ্র চর্চা ভবনের প্রাক্তন অধ্যক্ষ ও সোমেন্দ্রনাথ বসু,পাঠিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজি রায় প্রবন্ধ পাঠ ও রবীন্দ্রনাথের গানে নীতীন্দ্রনাথের অকাল প্রযাণ ভিন্ন মাত্রায সিক্ত হন শ্রোতারা ।।পাঠে ছিল কালিপদভূঞা, অণিমা পণ্ডা, মিঠু সিং ,চৈতালি বোস ছন্দা মহাপাত্র, কবিতা ইন্দ্রাণী বর্মণ, সঙ্গীতে ইভা পণ্ডিত ,শেষে উপনিষদে্র" পিতা নোহসি" মন্ত্র উচচারণের মধ্যে অনুভবী সনধের সমাপ্তি হয । পরিচালনায শিক্ষার্থীদের পক্ষে চৈতালি বোস । বাইশে শ্রাবণ কোনো দুঃখের দিন নয, জীবনকে নতুন করে অনুভবের ক্ষণ এই বিশ্বাস নিয়ে এগরা কথা-ছন্দ ৩৯টি বাইশে শ্রাবণ উদযাপন করল