ব্রেকিংপূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান এলাকায় পি এইচ ই এর জল প্রকল্পের জল ট্যাংকের পাশে থাকা গোডাউনে বেশ কিছু মালের পাশাপাশি ছিল প্রায় সাড়ে চারশো কেজি ক্লোরিন মজুত ছিল। আজ সকাল থেকেই বৃষ্টির কারণে গোডাউনের শেড থেকে ক…
ব্রেকিং
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান এলাকায় পি এইচ ই এর জল প্রকল্পের জল ট্যাংকের পাশে থাকা গোডাউনে বেশ কিছু মালের পাশাপাশি ছিল প্রায় সাড়ে চারশো কেজি ক্লোরিন মজুত ছিল। আজ সকাল থেকেই বৃষ্টির কারণে গোডাউনের শেড থেকে ক্লোরিনের ওপর জল পড়ার ফলে হঠাৎই ধোঁয়ায় ভরে যায় এলাকা। আশেপাশে দেড় থেকে দুই কিলোমিটার এলাকা ধোঁয়ায় ভরে যায়, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায় ও দমকল দপ্তরে।
কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনী ও তমলুকের বিডিও সৌমেন মণ্ডল, এবং পিএইচ ই র আধিকারিকেরা। এলাকায় ধোঁয়া নিয়ন্ত্রণের কাজ করছেন দমকল বাহিনী, যদিও এখনো পর্যন্ত ধোঁয়া নিয়ন্ত্রণে আনা যায়নি।