ছয় কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, তমলুক ব্লকের বিডিও সৌমেন মন্ডল।
বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা উদ্ধার করছে পুলিশ…
ছয় কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, তমলুক ব্লকের বিডিও সৌমেন মন্ডল।
বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ তমলুকের মানিকতলা মোড়ে হলদিয়াগামী একটি বাস থেকে এক ব্যক্তিকে ধরে ফেলে। ওই ব্যক্তির সাথে একটি ব্যাগের মধ্যে ৬ কিলো গাঁজা উদ্ধার হয়। তমলুক মানিকতলা মোড়ে দীর্ঘক্ষণ ধরে তমলুক থানার পুলিশ এসডিপিও বিডিওর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৬ কিলো গাঁজা পায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ রফিকুল(২৩)। বাড়ি তমলুক থানার সোনামুই গ্রামে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেখ রফিকুলকে গ্রেফতার করা হয়। শনিবার তমলুক জেলা আদালতে তোলা হবে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ জানান বেশ কয়েকদিন ধরে তমলুক মহকুমা এলাকায় প্রচুর গাঁজা উদ্ধার করা হয়েছে। সমাজকে বার্তা দেওয়া যাতে সমাজ নেশা মুক্ত হতে পারে। তার জন্য এই অভিযান চালু থাকবে।