পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দপ্তর স্থানান্তরিত হয়েছিল কয়েক বছর আগে তমলুকের নিমতৌড়িতে। হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসন দপ্তরের এ,বি,সি,ডি চারটি ব…
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দপ্তর স্থানান্তরিত হয়েছিল কয়েক বছর আগে তমলুকের নিমতৌড়িতে। হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসন দপ্তরের এ,বি,সি,ডি চারটি ব্লক রয়েছে, যার মধ্যে সি ব্লক এ রয়েছে, ডিস্ট্রিক্ট রেজিস্টার অফিস। যেখানে জেলার জমি কেনা বেচার রেজিস্ট্রেশন হয়। আর জমি কেনা বেচা রেজিস্ট্রি করতে গেলে জমির ক্রেতা বিক্রেতাদের দলিলের মধ্যে ছবি লাগিয়ে কালি দিয়ে হাতের টিপ দিতে হয়। আর সেই কালি লাগানো হাতের আঙুলগুলি দিয়ে টিপ দেওয়ার পরে অফিসের দেওয়ালে অনায়াসেই মুছে দিচ্ছে। এভাবেই ডিস্ট্রিক্ট রেজিস্টার এর অফিসের চারিদিকের দেওয়ালে কালীময় হয়ে উঠেছে। যদিও রেজিস্ট্রি করতে আসা এক দলিল লেখক বলেন আমরা কাপড় নিয়ে আসি তাতেই হাতের কালি পরিষ্কার করে দেওয়া হয়, কে বা কারা এখানে কালি লাগাচ্ছে আমরা বলতে পারব না।
কোটি কোটি টাকা খরচা করে সরকার যখন নতুন ভবন তৈরি করছে জেলা প্রশাসনের জন্য তখন সাধারণ মানুষকেও যেমন সচেতন হওয়া দরকার তেমনি জেলা প্রশাসনের তরফ থেকেও নির্দেশ দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই।