Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টসে ভাগ্য ফিরলো বিজেপির, প্রধান ও উপপ্রধান দুটিতে জয় বিজেপির

নন্দকুমার: মহিষাদল ব্লকের লক্ষ্যা-১  এর পর এবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতেও টসে ভাগ্য ফিরলো বিজেপির। টসে প্রধান ও উপপ্রধান দুটিতেই জয় বিজেপির।নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২…



নন্দকুমার: মহিষাদল ব্লকের লক্ষ্যা-১  এর পর এবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতেও টসে ভাগ্য ফিরলো বিজেপির। টসে প্রধান ও উপপ্রধান দুটিতেই জয় বিজেপির।

নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪ টি। তৃণমূল ১২ ও বিজেপি ১২ টি আসন পায়। শুক্রবার বোর্ড গঠনের সময় টস প্রক্রিয়া মাধ্যমে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন। টসে জিতে প্রধান হন বিজেপির জয়ী প্রার্থী তমাল কুইতি এবং উপপ্রধান হন বিজেপির শকুন্তলা হাজরা। ফল প্রকাশের পরেই গ্রাম পঞ্চায়েতের সামনে উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থকরা। 

পূর্ব মেদিনীপুর জেলায় মোট গ্রাম পঞ্চায়েত ২২৩টি র মধ্যে তৃণমূল এককভাবে ১৩৭টি, বিজেপি ৬১, কংগ্রেস -১ এবং ২৪ টি ত্রিশঙ্কু হয়।  ২৪ টির মধ্যে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত বিজেপি তাদের দখলে নিয়ে আসতে সক্ষম হয়।