শিরোনাম-বৃক্ষকলমে-ঝুমা মল্লিক28/7/2023
বৃক্ষ , এই যে তোমার শুষ্ক ওষ্ঠ, দীর্ঘ বছর আগলে রেখেছো সবুজ প্রেমে ভালবাসায়। মিষ্টতায়। আগলে রেখেছো প্রেম পূজায়। আলাদা আলাদা পূর্নতায়। যদি আবারো দেখা হয় তোমার আমার। আশ্রয়ে রেখো ছাল বাকলে…
শিরোনাম-বৃক্ষ
কলমে-ঝুমা মল্লিক
28/7/2023
বৃক্ষ , এই যে তোমার শুষ্ক ওষ্ঠ,
দীর্ঘ বছর আগলে রেখেছো সবুজ প্রেমে ভালবাসায়। মিষ্টতায়।
আগলে রেখেছো প্রেম পূজায়।
আলাদা আলাদা পূর্নতায়।
যদি আবারো দেখা হয় তোমার আমার।
আশ্রয়ে রেখো ছাল বাকলে।
মুক্ত করো, মুক্ত করো ভয় ,জরা জীর্ণতায়।
আমার তুমি প্রিয়। পরম প্রিয়।
রঙিন বসন্ত দিও।
আমার আয়ু তুমি নিও!
রাত্রিদিন এই যে একা দাঁড়িয়ে আছো পথের ধারে।
পথিক আশ্রয় নিয়েছে কতকাল ধরে?
তোমায় প্রশ্ন করেছে? কেমন আছো তুমি দীর্ঘ কাল?
রোদ বৃষ্টি ঝড়ে। সবুজ পাতা মরে, বেনুবন মর্মরে।
তুমি আমার এ জীবনের সঙ্গী,
পথের ধূলার পরে রোদ ছায়া ।
দীর্ঘ হয়েছে মায়া।