Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শব্দের যন্ত্রণাসঙ্গীতা ব্যানার্জী( অতীনা) 
মন আনকোরা জোনাকীর দুতপূর্ণতার উষ্ণতায় সম্পর্কের বারান্দা বাড়ায়শব্দের অবাধ সংজ্ঞা ব্যাক্তিত্বের বোধনে দীর্ঘ্য কৌশলীচিহ্নহীন জ্যান্ত গন্ধের ভীড়ে নোঙর যতনের অপেক্ষায় প্রহর সামলায়সুখের …

 


শব্দের যন্ত্রণা

সঙ্গীতা ব্যানার্জী( অতীনা) 


মন আনকোরা জোনাকীর দুত

পূর্ণতার উষ্ণতায় সম্পর্কের বারান্দা বাড়ায়

শব্দের অবাধ সংজ্ঞা ব্যাক্তিত্বের বোধনে দীর্ঘ্য কৌশলী

চিহ্নহীন জ্যান্ত গন্ধের ভীড়ে নোঙর যতনের অপেক্ষায় প্রহর সামলায়

সুখের লুকোচুরী উগ্র ভাটায় আটকে পড়ে হঠাৎই

পর্যটকী অভিজ্ঞতা অভিমানের আয়ু সামলায়

সময়ের হাতেই মুখোমুখি হয়

 একাকীত্বের আয়না

মৃত ঋণ শোকের বিষণ্ণতা নিয়ে রোদ খোজে

নীরিহ দোয়া আবাসী মুক্তিতে 

প্রস্থান জানায়

আঘাতের শহরে পাপের সমন

জারি হয়

ফিরে আসি রেড ভেলভেটের নকশা আর নুন তেলের সংসারে

প্রেমের কৈফিয়ত রাজপুরীর আলোকে অমাবস্যা হানায় 

তোলপাড় হয় ভাষার আন্দোলন

আবদারের পাঠাগার দেওয়াল তোলে 

মোছা পিছুটান মেজাজী খেয়ালে দুলন্ত

গুঞ্জনের বিদ্যুৎ এ নিভে যায় আর্দালির নিশান

ফেপে উঠি সুবাসিত কণ্ঠের দাপটে

 দালান ভাঙে আচড়ের সংহাতে।।