Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা যেমন লেখা হয়সুমিত সিকদার01-08-2023
"আকাশ কুসুম কল্পনা" কিংবা "সাত পাঁচ ভেবে", কিছু একটা বোঝানোর চেষ্টা আজও অব্যাহত ।কোনটা ছেড়ে যে কোনটা লিখি বা বলি,ঠিক বুঝে উঠতে পারছি না ।জানি, এ লেখ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা যেমন লেখা হয়

সুমিত সিকদার

01-08-2023


"আকাশ কুসুম কল্পনা" কিংবা "সাত পাঁচ ভেবে", 

কিছু একটা বোঝানোর চেষ্টা আজও অব্যাহত ।

কোনটা ছেড়ে যে কোনটা লিখি বা বলি,

ঠিক বুঝে উঠতে পারছি না ।

জানি, এ লেখা কারো পছন্দ হবে না,

অনেকটা সাদামাটা, নিরামিষ বা আমিষের মিশেল ।


গড়পড়তা হেঁসেল ঠেলে আজ কাল কেউ খুব একটা,

কারও কবিতা কিংবা গল্পের বই পড়া হয় না ।

বাংলার বুকে বাঙালির অস্তিত্ব আজ বিপন্ন,

বিপন্ন বাঙালি সংস্কৃতি, বিপন্ন গড়ের মাঠ !

দুই বন্ধুর আড্ডা, খেলাধুলা, সিনেমা দেখা, 

কিংবা অন্য রকম ভাবনার জল আর গড়ায় না ।

পারিবারিক ঠুনকো সম্পর্ক সিরিয়ালগুলোর সাথে,

মিলেমিশে একাকার, পরমানু সম্পর্ক যেমনটা হয় ।

পথে, ঘাটে, মাঠে, ময়দানে কিংবা বাসে, ট্রেনে,

"পান থেকে চুন খসলেই" জ্ঞানের ভান্ডার উপচে পড়ে ।

রাজ্য রাজনীতি ক্ষেত্রে কিংবা বৃহত্তর ক্ষেত্রে,

এক দল অন্য দলের দুর্নীতি খুঁজে বেড়ায় অহর্নিশ ।

আলটপকা মন্তব্যে খবরের শিরোনামে থাকা,

নজিরবিহীন ব্যক্তিগত আক্রমণে ভেষে থাকা ।

সার্বিক উন্নয়ন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি !

তা আবার হয় নাকি, আমরা ওরা বিভাজন,

আরও কতো কি যে অজুহাতের বন্যা বয়ে যায় !

ক্ষমতা আর ক্ষমতায়নের জিয়ন কাঠি যার হাতে,

তিনি তো জমানো মনস্কামনা পূরনের চেষ্টা করবেন ।

তাতে নাক, কান, গলা কেটে গেলেও খতি নেই,

মহামান্য বিচারপতির হস্তক্ষেপ করবেন তাতে কি ,

ধমকানি, চমকানি, রক্ত ঝরে পড়ুক তাতেও খতি নেই ।

দেশ কোন পথে এগিয়ে যাবে,

তার জন্য, মাথা থাকলে তো মাথা ব্যথা করবে ।

তাতে খুন,ধর্ষণ,পুড়ে মরতে হবে সমাজের কল্যাণে,

ফলাও করে বলতে হবে দেশের জন্য আত্মত্যাগ ।

দু'চারটে কবিতা, প্রতিবেদন লেখা হবে, সেন্সর করা হবে, 

দরকার হলে দেশদ্রোহী তকমা জুটবে ।


তাও, মেরুদন্ড সোজা রেখে প্রতিবাদ হোক,

একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হোক ......