#মধ্যবিত্তপ্রকৃতি
আমার ভালোবাসা সযত্নে বালিশে চাপাতোমার আদর প্রতিদিনের ক্লান্তিতে মাপা
আমার প্রেম তোমার অফিসের টিফিনবক্সেকাজের বিরতিতে ধূমপানে ভাসো রিলাক্সে
ঘামে ভেজা জামার গন্ধটা আমার অভ্যাসবাজারের ফর্দ ভুলে যাওয়াতে তুমি এ-ক্লা…
#মধ্যবিত্ত
প্রকৃতি
আমার ভালোবাসা সযত্নে বালিশে চাপা
তোমার আদর প্রতিদিনের ক্লান্তিতে মাপা
আমার প্রেম তোমার অফিসের টিফিনবক্সে
কাজের বিরতিতে ধূমপানে ভাসো রিলাক্সে
ঘামে ভেজা জামার গন্ধটা আমার অভ্যাস
বাজারের ফর্দ ভুলে যাওয়াতে তুমি এ-ক্লাস
বাড়ির ঝামেলায় একা আমিই সামিল
তুমি রোজগেরে তাই খোঁজো গরমিল
মধ্যবিত্তের টানাপোড়েনের সংসারে
প্রেমটা আছে হিসাব লেখা ক্যালেন্ডারে
দিনের শেষে শুধুই তুমি আর তুমি
আমার অস্তিত্বটা খোঁজা শুধুই বোকামি...!