সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ - কবিতাশিরোনাম - পুত্রদায়গ্রস্ত মাতাকলমে - সুব্রত কোলেতারিখ - ০৩.০৮.২০২৩
ও দিদি! আমার বেটার লগে একটা পাত্রী দেখে দাও না গো,বেটার বয়স হয়ে যাচ্ছে, কবে আর সংসার করবে।সে পাওয়া যাবেক নাই গো, এখন মেয়ে বাজারে …
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - কবিতা
শিরোনাম - পুত্রদায়গ্রস্ত মাতা
কলমে - সুব্রত কোলে
তারিখ - ০৩.০৮.২০২৩
ও দিদি! আমার বেটার লগে একটা পাত্রী দেখে দাও না গো,
বেটার বয়স হয়ে যাচ্ছে, কবে আর সংসার করবে।
সে পাওয়া যাবেক নাই গো, এখন মেয়ে বাজারে নেই
তবুও একটু দেখো না যদি পাওয়া যায়।
সকল লোকের কাছে বিটার মা টা বলে বেড়াচ্ছে একটা পাত্রীর জন্য,
কিন্তু কোথাও মেয়ে পাওয়া যাচ্ছে নাই।
মা টা ভাবছে, তাহলে কি আমার বেটার আর বিয়ে হবেক নাই
বেটা কি সারাজীবন আইবুড়ো থাকবে।
ও দিদি! খুব সুন্দরী পাত্রী চাই না গো
মাঝামাঝি হলেই চলবেক, দেখো না একটু।
ঠিক আছে আগে ফোনে হোক কথোপকথন,
তারপর মেয়ের বাপের ফোন নম্বর দেবো,
ছেলের একটা ভালো ছবি পাঠাতে হইবেক
যদি পছন্দ হয় তাহলে আগে মেয়ের বাপ দেখতে আসবেক।
আর হ্যাঁ, ভুলেও যেন কিছু দাবি আছে বলবেক নাই
বাজারে কিন্তু মেয়ে নাই, ফস্কে গেলে আর পাওয়া যাবেক নাই।
পছন্দ হলে কুড়ি হাজার টাকা লাগবে বটে
তার কম হবেক নাই।
এখন পাত্রীর বাবাকে রাজী করানো অনেক ঝক্যি।
তোমার ছেলে তো আর সরকারী চাকরী করে নাই,
করে তো টিউশন, মানে লোকের ছেলে মানুষ।
মেয়ের বাপের ও কাজ পছন্দ নয় বটে।
মায়ের বেটাও যেন কেমন দিন দিন ভেঙে পড়ে আর ভাবে -
তাহলে কি ভুল পেশায় চলে এলাম
এ পেশায় তো মাসগেলে কুড়ি - পঁচিশ হাজার টাকা আসে
বাইরে প্রাইভেট লিমিটেড কোম্পানি তো আমাকে এ টাকা দিবেক নাই,
ওদিকে দেখো দশ হাজারি বারো হাজারি চাকরিজীবীদের কেমন সুন্দর সুন্দর বউ জুটাই গেছে,
আর আমি এতদূর পড়াশোনা করে একটা ভালো বউ পাবোক নাই।
আগে তো সমাজে শুনতাম কন্যাদায়গ্রস্ত পিতা ছিল বটে
এখন কী তাহলে সমাজে পুত্রদায়গ্রস্ত মাতার জন্ম হলো বটে প্রতি ঘরে?