(সৃষ্টি সাহিত্য যাপন)
#আত্মজ্ঞান
@ দীপক মুখোপাধ্যায়০৫৷০৮৷২০২৩
আমার ফিরতে দেরি হবে তুমি চিন্তা ক'রো না
এতদিন যে পার্থিব জগৎটাকে চিনে এসেছি তাকে আরও গভীরভাবে চিনতে গেলে একটা অফুরান বিজ্ঞানমস্কতার প্রয়োজন সে ক্ষমতা আমার সীমিত
আ…
(সৃষ্টি সাহিত্য যাপন)
#আত্মজ্ঞান
@ দীপক মুখোপাধ্যায়
০৫৷০৮৷২০২৩
আমার ফিরতে দেরি হবে
তুমি চিন্তা ক'রো না
এতদিন যে পার্থিব জগৎটাকে চিনে এসেছি
তাকে আরও গভীরভাবে চিনতে গেলে
একটা অফুরান বিজ্ঞানমস্কতার প্রয়োজন
সে ক্ষমতা আমার সীমিত
আমি ছোট থেকেই দেখেছি দুঃখ আর আনন্দ
এই দুটি পথ দুদিকে গেছে বেঁকে
এক মায়ার বাঁধন আমাকে দুটো পথই ঘুরিয়ে দেখাল
একটা অনিত্য জগতের সাথে পরিচয় হ'ল আমার
হিংসা, দ্বেষ, ঈর্ষা, লোভ, কামনা-বাসনা
বিজ্ঞাপন এবং নিত্য ক্ষুধা দিয়ে এই ভূখণ্ড পূর্ণ
শুধু বিজ্ঞানমনস্কতায় এই মায়াবী দানবদের সাথে,
এই অনিত্য জগতের সাথে যুদ্ধে আমি হেরে যাচ্ছি
আমার ফিরতে একটু দেরি হবে
আমি নিত্যের খোঁজে আছি
শুধু ক্ষুধাকে পেয়েছি
আমার এখনও 'আত্মজ্ঞান' লাভ হয়নি
'আত্মজ্ঞান' কী শুধুই কল্পনার জালে নিজেকে আটকে রাখা !
আমার তা মনে হয় না
নিজের ভুল ত্রুটি নিজেকেই সংশোধন করার নাম 'আত্মজ্ঞান'
আমি তো তাই জানতাম না এতদিন
এই মায়াজাল ভেদ ক'রে
এই অনিত্য জটিল কুটিল ঘুরপাক শেষে
আমার ফিরতে একটু দেরি হ'তে পারে
তুমি কছু চিন্তা ক'রো না।
*********