Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্ধ্যাত্ব দূরীকরণ নিয়ে সচেতনতা শিবির কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

বন্ধ্যাত্ব যেন নিগ্রহের কারণ না হয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এ নিয়ে এক সচেতনতা শিবির হয়ে গেল রবিবার। সমাজে একশ্রেণীর দম্পতি সন্তানহীনতায় ভুগছেন। বহু সংসার জীবনে সন্তান না আসায় ঘরে বাইরে…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট



বন্ধ্যাত্ব যেন নিগ্রহের কারণ না হয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এ নিয়ে এক সচেতনতা শিবির হয়ে গেল রবিবার। সমাজে একশ্রেণীর দম্পতি সন্তানহীনতায় ভুগছেন। বহু সংসার জীবনে সন্তান না আসায় ঘরে বাইরে প্রতিদিন গঞ্জনার শিকার হতে হচ্ছে দম্পতিদের। কটু কথা এবং দুঃখজনক বিশ্লেষণ শুনতে হয় তাদের। বহু সামাজিক কুসংস্কারবশত দূরে রাখা হয়, সম্পর্কে চিড় ধরে দাম্পত্য জীবনের। এইসব বিষয় নিয়ে আলোচনা করেন শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা। শিবিরে পৌরহিত করেন ডাক্তার শ্রীমতি প্রজ্ঞানন্দা গুরুং। শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ও দুই মেদিনীপুর মিলে ৭০ জন। ডাক্তার শ্রীমতি প্রজ্ঞানন্দ বলেন বন্ধ্যাত্বতা কোন অভিশাপ সামাজিক ব্যাধি বা সমাজের ক্ষেত্রে কুসংস্কারের বিষয় নয় এনারা আমাদের মত মূল স্রোতের মানুষ। এ বিষয়ে সর্বস্তরের মানুষগুলোকে সচেতন হতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সম্ভব এই সমস্যা দূর করা। সঠিক পদক্ষেপে এইরকম বহু সংসারে কোল আলো করে সন্তান লাভ ঘটেছে। আয়োজক সংস্থার পক্ষে সুকল্যাণ ব্যানার্জি বলেন অসহায় পরিবারের কথা ভেবে এই শিবিরের আয়োজন।