কোলাঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের লোকশিল্পীদের প্রসারের লক্ষ্যে শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উপনগরীতে বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।সহযোগিতায় জেলা তথ্য সংস্ক…
কোলাঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের লোকশিল্পীদের প্রসারের লক্ষ্যে শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উপনগরীতে বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুক পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়,অতিরিক্ত জেলাশাসক( সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক ( ভূমি) অনির্বান কোলে,জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক, জেলাপরিষদের উপাধ্যক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক বিশিষ্টজনেরা।
এদিন জেলার বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৫০০ লোকশিল্পীরা অংশ নেন এই লোকশিল্পীদের সম্মেলনে।হারিয়ে যাওয়া বাংলার লোকসংস্কৃতিকে ফিরিয়ে আনা, পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্প কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাউল,পটশিল্পী, ঢাকি,পুতুলনাচ শিল্পী সহ একাধিক লোক শিল্পীরা অংশ নেন এই কর্মসূচীতে।