মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসের বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। আলাদা আলাদা দুই গোষ্ঠীর অনুষ্ঠান ঘিরে বিভাজন তুঙ্গে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মাতঙ্গিনী হাজরার ৮১ তম আত্ম বলিদান দিবস। ১৯৪২ সালে ২…
মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসের বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। আলাদা আলাদা দুই গোষ্ঠীর অনুষ্ঠান ঘিরে বিভাজন তুঙ্গে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মাতঙ্গিনী হাজরার ৮১ তম আত্ম বলিদান দিবস। ১৯৪২ সালে ২৯ শে সেপ্টেম্বর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, তমলুক থানা দখল করতে গিয়েছিল। ব্রিটিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা কে। প্রত্যেক বছরই আত্ম বলিদান দিবস পালন করা হয়। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করার পর প্রথম মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসে বিজেপির দুই গোষ্ঠী আলাদা আলাদা অনুষ্ঠান করেন আর এখানে শুরু হয়েছে নতুন করে দুই গোষ্ঠীর ঠান্ডা যুদ্ধ।
একই সময়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক তাপসী মন্ডল এবং বিজেপির জেলা পরিষদের সদস্য বামদেব গুছাইত কাকটিয়া দুর্গা মন্ডপ থেকে বাইক র্যালি করে আলিনান গ্রামে মাতঙ্গিনী জন্মভূমি গিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্য দান করেন। অপরদিকে অপরগোষ্ঠীর বিজেপি জেলা কমিটির সদস্য নারায়ন জানা, প্রাক্তন মন্ডল সভাপতি সহদেব সামন্ত, নেতৃত্বে জানুবসান পান মার্কেট থেকে আলিনান মাতঙ্গিনী হাজরার বাড়িতে গিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন। একই সময়ে আলাদা আলাদা অনুষ্ঠান ঘিরে বিজেপির গোষ্ঠীর গন্ডগোল প্রকাশ্যে। যদিও দুই দলের নেত্রী তারা গোষ্ঠী কোন্দল দলের মানতে চাইনি।তৃণমূল কটাক্ষ করেন।