Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেটাভার্সে প্রবেশ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

দেবাঞ্জন দাস; ২৫ সেপ্টেম্বর: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেটাভার্সে তার প্রথম ভার্চুয়াল শোরুম ‘সেনকোভার্স’ লঞ্চ করে দ্রুত বিকশিত ডিজিটাল ল্যান্ডস্ক্যাপে এক বড় পদক্ষেপ নিয়েছে। এটি মেটাভার্সে ভারতের প্রথম ভার্চুয়াল গয়নার শোরুম, যা…



দেবাঞ্জন দাস; ২৫ সেপ্টেম্বর: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেটাভার্সে তার প্রথম ভার্চুয়াল শোরুম ‘সেনকোভার্স’ লঞ্চ করে দ্রুত বিকশিত ডিজিটাল ল্যান্ডস্ক্যাপে এক বড় পদক্ষেপ নিয়েছে। এটি মেটাভার্সে ভারতের প্রথম ভার্চুয়াল গয়নার শোরুম, যার লক্ষ্য নতুন যুগের ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের কাস্টমাইজড এবং নির্ঝঞ্ঝাট গয়না কেনাকাটার নতুন এক অভিজ্ঞতা প্রদান করা।

 সেনকোর ডিজিটাল প্ল্যাটফর্ম সেনকোভার্স হল এমন এক জায়গা যেখানে প্রযুক্তি আর শিল্প মিশে গেছে ভার্চুয়াল দুনিয়ায় ব্র্যান্ডের দারুণ গয়নাগুলিকে জীবন্ত করে তুলতে। এই উদ্যোগ ক্রেতাদের আগাগোড়া কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। এখানে ভার্চুয়াল শোরুমের নির্ঝঞ্ঝাট ব্রাউজিং থেকে শুরু করে গয়না পছন্দ করা এবং পছন্দের গয়নাগুলি ঘরের দরজায় পাওয়া পর্যন্ত সব সুবিধাই পাওয়া যাবে  এখানে।


 ক্রেতারা তাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমেই যে কোনো জায়গা থেকে  ‘সেনকোভার্স’-এর নাগাল স্বাচ্ছন্দ্যে,   এ কিছু প্রাথমিক তথ্য দিয়ে লগ ইন করে পেতে পারেন ওয়েবসাইটে । 


 এই নতুন উদ্যোগের প্রসঙ্গে শুভঙ্কর সেন, এম ডি অ্যান্ড সিইও অফ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, জানান “সেনকোভার্স লঞ্চ আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় এবং আমাদের মূল্যবান ক্রেতাদের ব্যতিক্রমী ও নির্ঝঞ্ঝাট কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করার চেষ্টায় এক উল্লেখযোগ্য মাইলফলক।‘


‘আমরা বিশ্বাস করি যে ডিজিটালি স্যাভি মিলেনিয়াল এবং জেন-জি ক্রেতারাই রিটেল ব্যবসার ভবিষ্যৎ। তাঁরা যে পার্সোনালাইজড এবং সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা চান বা যা তাঁদের দরকার, আমরা সেটা প্রদান করে সামনের সারিতে থাকতে চাই। আমরা আত্মবিশ্বাসী যে সেনকোভার্সের মাধ্যমে তাঁরা কেনাকাটা করতে আগ্রহী হবেন। এই উদ্যোগ শুধু উদ্ভাবনের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ নয়, খুচরো ব্যবসার ভবিষ্যতের দিকে এক কৌশলী পদক্ষেপও বটে।’

সেনকোভার্স সম্পর্কে জয়িতা সেন, ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিজাইন অ্যান্ড মার্কেটিং, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, বলেন ‘আমরা মেটাভার্সে ভারতের প্রথম ’ভার্চুয়াল গয়নার শোরুম সেনকোভার্স লঞ্চ করার কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্রেতাদের উদ্ভাবনীমূলক পরিষেবা দেওয়ার যাত্রায় এ এক বড় মাইলফলক। সেনকো গোল্ড ডায়ন্ডস হল ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর অন্যতম, যা তার কারিগরি এবং গুণমানের জন্যে বিখ্যাত। আমরা সেনকোভার্সের মাধ্যমে এই ঐতিহ্য ডিজিটাল দুনিয়ায় বজায় রাখতে পেরে গর্বিত। এতে এই মুহূর্তে এভারলাইট কালেকশন থেকে শুরু করে আমাদের দারুণ প্রোডাক্টগুলোর 100টা সম্ভার রয়েছে। আর ধাপে ধাপে প্রোডাক্ট সম্ভার বাড়ানোর আমাদের পরিকল্পনা রয়েছে। এই বিশেষ মুহূর্তে আমরা আমাদের ক্রেতাদের সেনকোভার্স ঘুরে দেখতে এবং আমাদের গয়নার সৌন্দর্য একেবারে নতুনভাবে পরখ করতে আমন্ত্রণ জানাতে চাই ।'