বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটমুখে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে আদিবাসী ও লোক শিল্পীদের উন্নয়নের কথা বললেও আদিবাসী লোক শিল্পীরা সরকারের বিরুদ্ধে এখনো পথে নেমে আন্দোলন করছে এ থেকেই সহজেই অনুমেয় তাদের দাবি যাওয়া পূরণে তৃণমূল সরকার …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
মুখে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে আদিবাসী ও লোক শিল্পীদের উন্নয়নের কথা বললেও আদিবাসী লোক শিল্পীরা সরকারের বিরুদ্ধে এখনো পথে নেমে আন্দোলন করছে এ থেকেই সহজেই অনুমেয় তাদের দাবি যাওয়া পূরণে তৃণমূল সরকার ব্যর্থ। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ কোলাঘাট শাখার পক্ষ থেকে কোলাঘাট ব্লকের ভোগপুর প্রাথমিক বিদ্যালয়ে এক সম্মেলনে নেতৃত্বদের এমনই দাবি। উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি গোপাল অধিকারী জানান আদিবাসী ও লোকশিল্পীদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়ার বিষয়গুলি নিয়ে বর্তমান তৃণমূল সরকার যাতে পূরণ করে তার জন্য বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাদেব চক্রবর্তী।