নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ে তথা সকল ছাত্র-ছাত্রীর লেখাপড়াকে ত্বরান্বিত করতে, তাদের প্রতিভার প্রকাশ ও আত্মবিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভাষা জ্ঞান, উচ্চারণ পদ্ধতি,শুদ্ধ বাংলা উচ্চারণ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ে তথা সকল ছাত্র-ছাত্রীর লেখাপড়াকে ত্বরান্বিত করতে, তাদের প্রতিভার প্রকাশ ও আত্মবিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভাষা জ্ঞান, উচ্চারণ পদ্ধতি,শুদ্ধ বাংলা উচ্চারণ, আবৃত্তি , মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান সঞ্চালনা, শ্রুতি নাটক, পড়াশোনায় মনোযোগী হবার উপায় ও পাঠ্যপুস্তক বহির্ভূত সাধারন জ্ঞান অর্জন ইত্যাদি নানা বিষয় নিয়ে মহিষাদল সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুলে প্রাথমিক বিভাগ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধারাবাহিক ভাবে বাচিক ও কুইজ প্রশিক্ষণ শিবির আয়োজন করে চলেছে মহিষাদল বিশ্ব কলা কেন্দ্র।
বিশ্ব কলাকেন্দ্র সংস্থাটি ২০১০ সালে স্থাপিত হয়ে সারা বছর ধরে শিল্প-সংস্কৃতি বিকাশ, সমাজসেবা,পরিবেশ সচেতনতা সহ নানা বিষয়ের ওপর সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই কাজ করার চেষ্টা করে চলেছে এবং গ্রামেগঞ্জে আবৃত্তি, অংকন, সঞ্চালনা ইত্যাদি বিষয় শিশু কিশোর থেকে শুরু করে বর্ষীয়ান ব্যাক্তিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে।
স্কুলে স্কুলে নিঃশুল্ক ভাবে বাচিক শিল্পের প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্ব কলা কেন্দ্রের সম্পাদক,জনপ্রিয় সঞ্চালক, বাচিক শিল্পী বিশ্বনাথ গোস্বামী, কুইজের প্রশিক্ষণ দিচ্ছেন সন্দীপন, চিন্ময়, বিপ্লব, সন্তু, বাপ্টু, প্রদীপ, সন্দীপ এবং বিশ্ব কলা কেন্দ্রের সদস্যগন। ইতিমধ্যেই এই কর্মশালা যে স্কুলে গুলিতে সম্পন্ন হয়েছে হরিখালী বসন্তকুমার বাণী মন্দির (হাইস্কুল),দক্ষিণ কাশিমনগর হাই স্কুল
তাজপুর বিদ্যাসাগর আশ্রম কুঠি, টাঠারিবাড় বালিকা বিদ্যামন্দির,রাজারামপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়,প্রণবানন্দ প্রাথমিক বিদ্যামন্দির,দ্বারিবেড়িয়া আদর্শ শিক্ষা সদন হাইস্কুল, রাজচক নিউ প্রাথমিক বিদ্যালয়,মধ্যহিংলি হাই স্কুল, চক গাজীপুর মাশুড়িয়া জুনিয়ার হাই স্কুল,ও প্রাথমিক বিদ্যালয়,নাটশাল হাই স্কুল,পূর্ব শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়,তেরপেখ্যা স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয়, তালুক কমলপুর প্রাথমিক বিদ্যালয়,ঘাসিপুর বিবেকানন্দ বিদ্যামন্দির হাই স্কুল,কেশবপুর ভবতারণ বাণীমন্দির হাই স্কুল, অমৃতবেড়িয়া তিলোত্তমা গার্লস হাই স্কুল,শ্রীকৃষ্ণপুর হাই স্কুল ইত্যাদি স্কুলে।স্কুল থেকে স্কুলে ছুটে চলেছে বিশ্ব কলা কেন্দ্রের সদস্য ও শুভানুধ্যায়ীগন।ছাত্রছাত্রীদের মধ্যে "কথা বলার" শিল্পের নজিরবিহীন সাড়া পড়েছে।
সংস্থার সম্পাদক,আবৃত্তি শিল্পী বিশ্বনাথ গোস্বামী বলেন "আমরা সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত বিদ্যালয়ে এই প্রশিক্ষণ দেবো, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার জন্য যোগাযোগ করে চলেছেন এবং পাশাপাশি আমাদের তালিকাতে যেসব স্কুল রয়েছে ক্রমান্বয়ে আমরা সেগুলোতে প্রশিক্ষণ দিতে ছুটে চলেছি।ইতিমধ্যেই ২০-টির বেশি স্কুলে এই কর্মশালা সম্পন্ন হয়েছে।
প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীরা নিঃশুল্কভাবে কথা বলা শিল্পের প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ হাতের কাছে পেয়ে খুবই আনন্দিত। ছাত্র ছাত্রীদের প্রতিভার বিকাশ ও বাচিক শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে বিশ্বকলা কেন্দ্রের এই উদ্যোগে প্রশংসা করেছেন জেলার সংস্কৃতি প্রেমী নাগরিক বৃন্দ।