Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'যন্ত্র কবে মানুষের মতো হবে' শীর্ষক সেমিনার মেচেদাতে

বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট'যন্ত্র কবে মানুষের মতো হবে' শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপি  বলকা মঞ্চে। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক  সূর্যকান্ত পাল আইআইটি খরগপুর। সেমিনারের…



বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট

'যন্ত্র কবে মানুষের মতো হবে' শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কেটিপিপি  বলকা মঞ্চে। 

মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক  সূর্যকান্ত পাল আইআইটি খরগপুর। সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেটিপিএস এর জেনারেল ম্যানেজার দীপঙ্কর দাশগুপ্ত। উপস্থিত ছিলেন জিএম আবু সালেম, দিলীপ দাস, প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী সহকারি শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। 

সূর্যকান্ত বাবু বলেন মানুষ যা পারে রোবট তা পারে না। মানুষ যেদিন প্রকৃত তথ্য রোবতে ভরতে পারবে রোবট সেদিন মানুষের ভাবনা প্রকাশ করতে পারবে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঘনশ্যাম বর্মন ও সন্দীপ কুন্ডু।