Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রবাসী ইউনিটের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর, অন লাইন মাধ্যমে ভার্চুয়াল  মোডে অনুষ্ঠিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রবাসী আঞ্চলিক ইউনিট কমিটির দ্বিতীয় বার্ষিক সাধারণ  সভা ।সভায় সভাপতিত্ব করেন  ইউনিট সভাপতি  অঞ্জন কুমার পানিগ্রাহী। সভার প্রথমে প…

 


নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর,

 অন লাইন মাধ্যমে ভার্চুয়াল  মোডে অনুষ্ঠিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রবাসী আঞ্চলিক ইউনিট কমিটির দ্বিতীয় বার্ষিক সাধারণ  সভা ।

সভায় সভাপতিত্ব করেন  ইউনিট সভাপতি  অঞ্জন কুমার পানিগ্রাহী। সভার প্রথমে পরস্পরের মধ্যে পরিচয় বিনিময় হয়, তারপর অসীম কুমার দাস  প্রবাসী ইউনিটের বিগত দিনের কাজকর্ম ও আগামী দিনের পরিকল্পনা উপস্থাপন করেন। উক্ত সভায় দেশ বিদেশ মিলিয়ে প্রায় ১৯ জন বিশিষ্ট ব্যাক্তিগন উনাদের মূল্যবান বক্তব্য রাখেন ।


সেন্ট্রাল কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু সভায় উপস্থিত থেকে উনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে- দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত অবিভক্ত মেদিনীপুরবাসী গণকে মেদিনীপুর সমন্বয় সংস্থার মাধ্যমে একত্রিত করার আহ্বান জানান ।  সভার শেষলগ্নে সম্পাদক মহাশয়  উনার জবাবি ভাষণ দেন ও  আগামী ২ বছরের জন্য কার্য্যকরী কমিটি ও দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচনের প্রস্তাবনা দেন। সর্বসম্মতিক্রমে অঞ্জন কুমার পানিগ্রাহী সভাপতি ,সুবল বর কার্যকরী সভাপতি, অসীম কুমার দাস সম্পাদক ও  অসিত কুমার বেরা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। মোট ৯  জনের উপদেষ্টামণ্ডলী ও ২১ জনের কার্যকরী কমিটি গঠিত হয়।

পাশাপাশি সভাপতি  অঞ্জন কুমার পাণিগ্রাহী‌ ও সম্পাদক অসীম কুমার দাস কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন । সদস্য ডঃ নিরঞ্জন দাস মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন এবং সভাপতি বক্তব্যের মাধ্যমে সভার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়‌।ভার্চুয়ালি সাধারণ সভা হলেও, সমস্ত ধরনের সাংগঠনিক প্রটোকল মেনে সভাটি পরিচালিত হয়।