Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে একদিবসীয় আন্তর্জাতিক সেমিনার

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম....... বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (টিয়ার) এর উদ্যোগে এবং  গ্লোবাল ফোরাম ফর রুরাল  সাসটেইনবল ডেভলেপমেন্ট এর ভারতীয় শা…


নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম....... বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (টিয়ার) এর উদ্যোগে এবং  গ্লোবাল ফোরাম ফর রুরাল  সাসটেইনবল ডেভলেপমেন্ট এর ভারতীয় শাখার সহযোগিতায়  এবং ঝাড়গ্রাম রাজপ্রাসাদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম রাজপ্রাসাদ প্রাঙ্গণের বিদ্যাসাগর বানীভবনে বুধবার অনুষ্ঠিত হলো পর্যটন বিষয়ক একদিনের আন্তর্জাতিক সেমিনার।

সেমিনারের শিরোনাম ছিল "চ্যালেঞ্জেস অ্যান্ড প্রোটেনসিয়াল অফ হেরিটেজ ট্যুরিজম ইন সাউথ এশিয়া অ্যান্ড সাসটেইনেবল ডেভলেপমেন্ট"। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান টিয়ার সম্পাদক অধ্যাপক ড.প্রণব কুমার সাহু। অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে চারাগাছে জল ঢেলে এদিনের কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক  সুনীল আগরওয়ালা।স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের আহ্বায়ক অধ্যাপক পীযুষ কান্তি ত্রিপাঠী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের কৃষিবিভাগের প্রাক্তন ডিভিনশাল অধিকর্তা অধ্যাপক ড.রাজেন্দ্র উপার্থী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো, রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড.জীতেন্দ্র শুক্লা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী অধ্যপক ড.মুক্তিসদন বসু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী  অধ্যাপক ড.কাঞ্চন ভৌমিক, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের বেদপূরষানন্দজী মহারাজ,কাপগাড়ী সেবাভারতী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.দেবপ্রসাদ সাহু,  ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.দেবনারায়ণ রায়,বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা ড.স্বপ্না ঘোড়ুই,ঝাড়গ্রাম রাজ কলেজে মহিলা বিভাগের অধ্যাপক সুশীল কুমার বর্মণ, ময়নাগড় রাজ পরিবারের সদস্য ড.সিদ্ধার্থ বাহুবলেন্দ্র, ঝাড়গ্রাম রাজ পরিবারেরই সদস্য বিক্রমাদিত্য মল্লদেব,বিদ্যাসাগর বানী ভবনের সহ সম্পাদক রীতা ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিয়ার সহ সভাপতি অধ্যাপক নারায়ণ চ্যাটার্জী এবং সঞ্চালনা করেন অধ্যাপিকা কথাকলি ব্যনার্জী। বিকেলে অনুষ্ঠান এসে শুভেচ্ছা জানিয়ে যান ঝাড়গ্রামের ডিএমডিসি সঞ্জয় মালাকার। সারাদিন ধরে দুটি হলঘরে অফলাইনে ও অনলাইনে পর্যটন বিষয়ে প্রায় পঞ্চাশটি গবেষণা পত্র পেশ করেন দেশ-বিদেশের গবেষকরা। অনলাইনে উপস্থিত থেকে গবেষণাপত্র পেশ করেন সার্কের বাংলাদেশের অন্যতম প্রতিনিধি গবেষক মহম্মদ সেলিম রেজা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

দেড়শতাধিক প্রতিনিধি এদিনের সেমিনারে যোগ দেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপস্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়দীপ চক্রবর্তী।অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা পত্র পাঠান টিয়ার সভাপতি ড. বিনয় কুমার চন্দ্র। অনুষ্ঠানে তাম্রলিপ্ত রাজপরিবারের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।  সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান টিয়ার সম্পাদক অধ্যাপক ড.প্রণব সাহু ও বিক্রমাদিত্য মল্লদেব।

টিয়ার সম্পাদক অধ্যাপক ড. প্রণব সাহু বলেন,এই সেমিনারের মুল উদ্দেশ্য হলো প্রাচীন ঐতিহ্যবাহী রাজবাড়ী, স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক  স্থাপত্য, ঐতিহ্যবাহী জীববৈচিত্র্য অঞ্চল ও জলাশয় সহ অনান্য সাংস্কৃতিক ও ধর্মীয় স্থান গুলি  পুনরুদ্ধার ও সংরক্ষণ করা। সেই সঙ্গে সঠিক গবেষণা ও কৃত্রিম মেধার মাধ্যমে পর্যটন মানচিত্রে তুলে ধরা এবং পর্যটকদের কাছে সঠিক তথ্য দিয়ে আকর্ষণীয় করে তোলা। বিশেষত অখণ্ড মেদিনীপুরের পর্যটন ও সম্ভাব্য পর্যটন কেন্দ্র গুলিকে কৃত্রিম মেধার মাধ্যমে তুলে ধরা এবং  গ্রামীণ স্থিতিশীল উন্নয়ন ঘটানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করা।