নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... বৃহস্পতিবার মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ-ই-আজম ভগৎ সিং- এর জন্মদিন ।এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মুর্তির পাদদেশে আ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... বৃহস্পতিবার মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ-ই-আজম ভগৎ সিং- এর জন্মদিন ।এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মুর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ। ভগৎ সিং জীবনী, আদর্শ ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ,বিশিষ্ট সমাজসেবী গনেশ চন্দ্র মাইতি, সংগঠনের সদস্য অধ্যাপক ড.সুশান্ত দে, শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক সোমনাথ মহাপাত্র, সমাজকর্মী পিনাকী পাল, অক্ষয় গোপ, কৃষ্ণেন্দু পাঠক সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্য-সদস্যাদের পাশাপাশি পথচলতি মানুষ, স্থানীয় দোকানদার বন্ধুরা অংশগ্রহণ করেন।