Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আল মোজতবা একাডেমীর শিক্ষক দিবস ও বাৎসরিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,কেশপুর,পশ্চিম মেদিনীপুর....কেশপুর ব্লকের নেড়াদেউল আল মোজতবা একাডেমি ও ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও বাৎসরিক অনুষ্ঠান।প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা…

  


নিজস্ব সংবাদদাতা,কেশপুর,পশ্চিম মেদিনীপুর....কেশপুর ব্লকের নেড়াদেউল আল মোজতবা একাডেমি ও ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও বাৎসরিক অনুষ্ঠান।প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিনব্যাপী চলা এই অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, দেশাত্মবোধক গান, নাত , গজল, কেরাত ,আবৃতি, বিতর্ক, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার, দুঃস্থদের বস্ত্র ও অন্ন দান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশীষ হুদাইত, প্রদ্যুৎ পাঁজা, শিক্ষানুরাগী আলী আকবর খান, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম, শ্যামল আচার্য, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, ডাক্তার আয়েশা সুলতানা, পঞ্চায়েত সমিতির সদস্য হাবিবুর রহমান, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান রওশনা খাতুন, সমাজসেবী মীর আবুল, সমাজসেবী হাসানুর জামান।


কালাম আজাদ, ট্রাস্টের সভাপতি সেখ শামসুদ্দিন , প্রধান শিক্ষক সাহানওয়াজ সিপাই, সহকারী প্রধান শিক্ষক মীর ইলিয়াস ইকবাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ট্রাস্টের সম্পাদক মীর মোশারফ হোসেন জানান, "পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেদেরকে উন্নত ও আধুনিক মানের শিক্ষায় শিক্ষিত করে তোলা ও মেরুদন্ড সোজা করে সমাজের বুকে স্থান করে নেওয়ার জন্যই এই মিশন তৈরির মূল উদ্দেশ্য। আবাসিক ছাত্রদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই একাডেমির অভ্যন্তরে রয়েছে" তিনি আরোও জানান সমস্ত অতিথি ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই অনুষ্ঠান ৫ তারিখের পরিবর্তে শিক্ষক দিবসের অনুষ্ঠান এদিনে আয়োজন করা হয়েছে"।অনুষ্ঠানকে ঘিরে বাৎসরিক অনুষ্ঠানে ঘিরে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কন্ঠে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাদ্দাম আলী ও মীর ইলিয়াস ইকবাল। উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এই একাডেমীর সার্বিক সাফল্য কামনা করেন এবং একডেমীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।