নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম......ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে বারুনশোল বেনারসিলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঝাড়গ্রাম লাইফলাইন সোসাইটির উদ্যোগে এক"থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির"-এর আয়োজন করা হয়।এই বিদ্যালয…
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম......ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে বারুনশোল বেনারসিলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঝাড়গ্রাম লাইফলাইন সোসাইটির উদ্যোগে এক"থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির"-এর আয়োজন করা হয়।এই বিদ্যালয়ে এই প্রথম এই ধরনের স্বাস্থ্য বিষয়ক শিবির অনুষ্ঠিত হলো।বিদ্যালয়ে আগত পড়ুয়ারা বেশির ভাগ নিম্নবিত্ত পরিবারের।১৪ বছরের উর্দ্ধে উপস্থিত সমস্ত পড়ুয়ারা এই শিবিরে অংশ গ্রহণ করে।কিছু প্রাক্তন ছাত্রও থ্যালাসেমিয়া শিবিরে অংশ গ্রহণ করে।শিবিরের শুরুতে ঝাড়গ্রাম লাইফলাইন সোসাইটির সম্পাদিকা সুস্মিতা মণ্ডল থ্যালাসেমিয়া মারণ রোগটির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।এই পৃথিবীকে থ্যালাসেমিয়া মুক্ত করে তুলতে হলে নতুন প্রজন্ম কে সচেতন হতে হবে।তবেই এই রোগ দুর করা সম্ভব হবে।প্রথম দিকে ছাত্রছাত্রীগণ ভয় পেলেও সুস্মিতা দেবীর বক্তব্যে ভবিষ্যতের কথা ভেবে সচেতন হয় এবং স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসে।এইশিবিরে ১২৯ জন অংশগ্রহণ করে।তাদের মনে তৈরি হাওয়া অনেক প্রশ্নের উত্তর জেনে নেয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদিকা সুস্মিতা মণ্ডল,পিনাকি প্রসাদ রায়,অরুন্ধতী ব্যানার্জী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় তপন বাগ মহাশয়,মধুসূদন করণ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হসপিটাল সহযোগিতা করে।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহগোগিতায় এই শিবির সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সুসম্পন্ন হয়।ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মত।