নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর,.....স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ এসোসিয়েশননের মেদিনীপুর শাখার উদ্যোগে এস.বি.আই মেদিনীপুর শাখায় একটি মহতী রক্তদান শিবির, অনুষ্ঠিত হয়য়। পাশাপাশি কলকাতার রুবি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা স…
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর,.....স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ এসোসিয়েশননের মেদিনীপুর শাখার উদ্যোগে এস.বি.আই মেদিনীপুর শাখায় একটি মহতী রক্তদান শিবির, অনুষ্ঠিত হয়য়। পাশাপাশি কলকাতার রুবি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা সর্বসাধারণের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন শিবিরের আয়োজন করা হয়।
এই দুই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী জিষ্ণুদেবানন্দজী মহারাজ। এদিনের শিবিরে মোট ৫২ জন রক্তদান করেন।এছাড়াও ৩৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।উভয় কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় স্টাফ এসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।