বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক নবনির্মিত সংসদ ভবনের পাশে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে সুদৃশ্য অমৃত বাটিকা তৈরি করার সংকল্প নেওয়া হয়েছে তাকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে মাটি সংগ্রহ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
নবনির্মিত সংসদ ভবনের পাশে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে সুদৃশ্য অমৃত বাটিকা তৈরি করার সংকল্প নেওয়া হয়েছে তাকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে মাটি সংগ্রহের। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ অঞ্চলের অন্তর্গত গাদীন বুথের প্রাচীন শীতলা মন্দিরের সংলগ্ন এলাকা থেকে মাটির সংগ্রহ করা হল। খালপাড় বরাবর বৃক্ষ রোপনের কর্মসূচি ও নেওয়া হয়। এই কর্মসূচি ভারতবর্ষের প্রতিটি গ্রামের দেবভূমি ,শহীদ মনীষীদের স্মৃতি বিজড়িত জন্মস্থান থেকে মাটি সংগ্রহ করে দিল্লি পাঠানো হচ্ছে। কর্মসূচি যে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা হলদিয়া বিধানসভার বিধায়ক তাপসী মন্ডল, রাজ্য সম্পাদক উমেশ রায়, রাজ্য নেতৃত্ব শ্যামল মাইতি, জেলা পরিষদের সদস্য বামদেব গুছাইত, খারুই ২ অঞ্চলের প্রধান জয়শ্রী সাউ গুছাইত, মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব।