Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন কে সামনে রেখে নানা অনুষ্ঠান তমলুক জুড়ে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকঅমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মদিন কে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেল শুক্রবার। শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বিদ্যা…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মদিন কে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেল শুক্রবার। শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাকার ও গবেষণা কেন্দ্র, এবং বিদ্যাসাগর অনুরাগী সমিতির পক্ষ থেকে প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং বিকালে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।এই সভায় এলাকার বহু ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবক বিশিষ্ট মানুষ জনের উপস্থিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নানা উপন্যাসের বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা হয়। দিলীপ মাইতি রমেশ চন্দ্র বেরা, কালি কিংকর পাত্র, হেয়াতুল হোসেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপুর নবীন সংঘের উদ্যোগে মেচেদায় রক্তদান শিবির ও ছাত্র-ছাত্রীদের খাতা ও কলম বিতরণ করা হয়। শেখ ইউনিস আলী, বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার মাইতি গোবর্ধন জানা প্রাক্তন প্রধান সেলিম আলী, রমেশ চন্দ্র বেরা উপস্থিত ছিলেন। শরৎচন্দ্রের জীবনের তাৎপর্য বক্তারা ব্যাখ্যা করেন। এছাড়া তমলুক ময়না পাঁশকুড়া সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনটি পালন করতে দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে।