পূর্ব মেদিনীপুরতমলুকরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা হলেন বামদেব গুছাইত। ৯টি স্থায়ী সমিতিতে বিজেপি সদস্যদের নাম ঘোষণা হয়। জেলাশাসক দপ্তরে বিজেপি জেলা পরিষদ সদস্যর…
পূর্ব মেদিনীপুর
তমলুক
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা হলেন বামদেব গুছাইত। ৯টি স্থায়ী সমিতিতে বিজেপি সদস্যদের নাম ঘোষণা হয়। জেলাশাসক দপ্তরে বিজেপি জেলা পরিষদ সদস্যরা উপস্থিত হয়ে বিরোধী দলনেতা গঠন করেন। যদিও জেলাশাসক না থাকার কারণে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মন্ডলের নেতৃত্বে বিজেপি জেলা পরিষদের সদস্যরা তাদের নামের তালিকা জেলা শাসক দপ্তরে জমা দিয়ে আসেন।
উল্লেখ্য ২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০। তৃণমূল কংগ্রেস ৫৬ টি আসনে জয়লাভ করে, ১৪ টি আসন দখল করে বিজেপি। যদিও কয়েকদিন আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন খেজুরি-২ এর ৫৬ নম্বর জেলা পরিষদে আসনে জয়ী সদস্যা। বর্তমান ৫৭ টি তৃণমূল কংগ্রেস এবং ১৩ টি বিজেপির দখলে।