পূর্ব মেদিনীপুরতমলুকতমলুক: দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি সহ অন্যান্যদের গ্রেপ্তারের পর মঙ্গলবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতৃত…
পূর্ব মেদিনীপুর
তমলুক
তমলুক: দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি সহ অন্যান্যদের গ্রেপ্তারের পর মঙ্গলবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতৃত্বরা।
গতকালের পাশাপাশি বুধবার গনতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলনে স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের মদতে দিল্লি পুলিশের নির্মম আক্রমনের বিরুদ্ধে ও যুবনেতা সাংসদ ও AITC, সাধারণ সম্পাদক, অভিষেক ব্যানার্জী সহ অন্যান্যদের যেভাবে টেনে হিঁচড়ে গ্রেফতার করে দিল্লি পুলিশ তার প্রতিবাদে
*"প্রতিবাদ ও ধিক্কার মিছিল"* পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন
পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন,
পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক জানান, কেন্দ্রীয় সরকার গনতান্ত্রিক সম্মান জানে না। তাই সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও খেটে খাওয়া মানুষদের উপর এই ধরনের অত্যাচার করে তাদের গ্রেপ্তার করা হয়ে। সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য টাকা ফিরে পায় তার জন্য রাজ্য সরকার এই আন্দোলে সামিল হয়েছে। বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি৷
এদিন তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে টিফিন টাইমে ১.৩০টা থেকে ২টা পর্যন্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।