সৃষ্টি যাপন শিরোনামঃ ফিরুক মনুষ্যত্ব কলমে: সৈকত সামন্ত তারিখ:২৩/০৯/২৩
দ্বার রুদ্ধ মনে লেগেছে আগুন শ্বাসপথ আজ সরু গলি। পালাবার পথ নেই মৃত্যু জেনেছে সে কথা পিশাচরা পিছু ধায় বেঁচে থাকা হয় মিছে। চারিদিকে দাবানল জ্বলে শুষে নেয় সব আঁখিজল অজানা ক…
শিরোনামঃ ফিরুক মনুষ্যত্ব
কলমে: সৈকত সামন্ত
তারিখ:২৩/০৯/২৩
দ্বার রুদ্ধ
মনে লেগেছে আগুন
শ্বাসপথ আজ সরু গলি।
পালাবার পথ নেই
মৃত্যু জেনেছে সে কথা
পিশাচরা পিছু ধায়
বেঁচে থাকা হয় মিছে।
চারিদিকে দাবানল জ্বলে
শুষে নেয় সব আঁখিজল
অজানা কোন এক কৌশলে
মানবতা পোড়ে।
আজিকার এই দুর্দিনে
মানুষেরা যাক সব বনে
সেথা সব পশুত্ব ফেলে
ফিরুক মনুষ্যত্ব সনে।