Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - মুক্তার দামকলমে - রেশমী ব্যানার্জ্জী তারিখ - ২২.০৯.২০২৩
শুকিয়েছে সমুদ্রের ভালোবাসা, পরে শুধু বালির স্তূপ,ঝিনুকের গায়ে শেওলা,অতলে তলিয়ে মুক্তা চুপ ৷
ধু-ধু সৈকত একা,শুকনো মরুর বালি রাশি,স্মৃতি আগলে প্রকৃ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - মুক্তার দাম

কলমে - রেশমী ব্যানার্জ্জী 

তারিখ - ২২.০৯.২০২৩


শুকিয়েছে সমুদ্রের ভালোবাসা, 

পরে শুধু বালির স্তূপ,

ঝিনুকের গায়ে শেওলা,

অতলে তলিয়ে মুক্তা চুপ ৷


ধু-ধু সৈকত একা,

শুকনো মরুর বালি রাশি,

স্মৃতি আগলে প্রকৃতি,

আকাশের হৃদয়ে বেদনার বাঁশি ৷


জানে আসল জহুরি, 

মুক্তা বন্দি ঝিনুকের ভিতরে,

সেই একমাত্র বোঝে,

আসল-মুক্তা বিকোবে কতো দরে ?