Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

#পুনর্জন্ম 
কোথায় সে জীবন যেখানে শুধু নিরপেক্ষ প্রণতি আত্মার কাছে 
কোথায় সে জীবন যেখানে কোনো সংকট নেই আত্মজিজ্ঞাসায় 
যেখানে অবিসংবাদী মরুদ্যানের প্রসূন সৌরভমৃতজনকে করে সঞ্জীবিত 
যেখানে মাতৃরূপা স্বদেশ অপেক্ষায় থাকে অন্ন-বস্ত্র-বা…

 


#পুনর্জন্ম 


কোথায় সে জীবন 

যেখানে শুধু নিরপেক্ষ প্রণতি আত্মার কাছে 


কোথায় সে জীবন 

যেখানে কোনো সংকট নেই আত্মজিজ্ঞাসায় 


যেখানে অবিসংবাদী মরুদ্যানের প্রসূন সৌরভ

মৃতজনকে করে সঞ্জীবিত 


যেখানে মাতৃরূপা স্বদেশ 

অপেক্ষায় থাকে অন্ন-বস্ত্র-বাসস্থান নিয়ে 


পৃথিবীর লাবণ্য ফুটে ওঠে আলো-অন্ধকারে 

অঙ্গনে নৃত্য করে জীবনবল্লভ ?


চকিতে সম্বিত ফিরে আসে 

কলরব ওঠে : নেই নেই নেই সেই অধাত্মজীবন 

যা আছে তা সব মিথ্যা আর মেকি

উদভ্রান্ত স্বার্থপর প্রগতিবিরোধী চৌর্যবৃত্তি

মায়ার বাঁধন আর সাবধানী কিছু বাহ্যজ্ঞান

মনে হয় পচন ধ'রেছে মনে মনে ।


শূন্য অন্তঃসার নিয়ে 

দৃশ্যমান জগতের খচিত নক্ষত্র যতো 

চাপা প'ড়ে আছে ধ্বংস ধ্বংস্তুপের নিচে 

জড়বৎ  অভিমানী 

এপিটাফে লেখা থাকে মুক্তির ললিত বানী --- তবুও ফিনিক্স পাখিরা জন্ম নিতে চায় আরাধ্য সময়ে।


**********

@দীপক মুখোপাধ্যায়

১০|১০|২০২৩