Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা শিরোনাম: নৈবেদ্য কলমে: ডাঃ অশোক খাঁড়া তারিখ : 10.10.2023 
বস্তির দেবশিশু ছুটে এসে থামালো আমার কলমের দৌড়। কবিতার শব্দগুলো যেন শূন্যে ঝুলে পড়ল ।আগমনীর সুরে যেন ভেসে এল বিষাদের ঝড় ।ক্ষুধার পাত্রটা হাতে নিয়ে সে বলে, "…


 দৈনিক কবিতা 

শিরোনাম: নৈবেদ্য 

কলমে: ডাঃ অশোক খাঁড়া 

তারিখ : 10.10.2023 


বস্তির দেবশিশু ছুটে এসে থামালো আমার কলমের দৌড়। 

কবিতার শব্দগুলো যেন শূন্যে ঝুলে পড়ল ।

আগমনীর সুরে যেন ভেসে এল বিষাদের ঝড় ।

ক্ষুধার পাত্রটা হাতে নিয়ে 

সে বলে, " আমি পেট ভরে শুধু খেতে চাই। আমায় খেতে দে।"

বোবা কলমটা এখন নিশ্চল প্রস্তর  মূর্তি। 

শিশুটা আবার বলে, " আমি চাই না পুজোর পোশাক , আমায় দুমুঠো খেতে দে।"

আমার অবচেতন হৃদয়ে জেগে ওঠে আমার শৈশব। 

ছিন্নবস্ত্রে , অভুক্ত দেহ নিয়ে 

আমি দেখেছি, পণ্যের দোকানে 

সারি সারি পুজোর পোশাক। 

আমি দেখেছি ক্ষুধার রাজ্যে

দেবশিশুর দীর্ঘ সারি। 

যেন এক অসাম্যের সমান্তরাল রেখা, দেবী দর্শনার্থীর পাশে ।

চেতনার সাম্রাজ্যে ফিরে আসি আমি। 

আমি অর্ঘ্য করি নৈবেদ্য দেবশিশুর চরণে,

ঈশ্বর যেখানে বিরাজমান হৃষ্ট মনে।