সমুদ্র -------অভিজিৎ বড়ুয়া অভি-------------------------------হে সমুদ্র, তোমার জলরাশির মাঝেস্তব্ধ হয়ে ভাবিকতো শত অবগাহন বাসলিল সমাধি ।অনন্ত কাল ধরে ধারণ করে বারিধারার জল, শীতল সমীরণে স্তব্ধ নিস্তব্ধ, মাঝে মাঝে রণ হুঙ্কার আছড়ে …
সমুদ্র
-------
অভিজিৎ বড়ুয়া অভি
-------------------------------
হে সমুদ্র, তোমার জলরাশির মাঝে
স্তব্ধ হয়ে ভাবি
কতো শত অবগাহন বা
সলিল সমাধি ।
অনন্ত কাল ধরে
ধারণ করে বারিধারার জল,
শীতল সমীরণে স্তব্ধ নিস্তব্ধ,
মাঝে মাঝে রণ হুঙ্কার
আছড়ে পড়ে ধরত্রীর বুকে
ধ্বংসের মাতন।
একি তোমার প্রেমেমত্ত মন্থন
না সৃষ্টি বিলয় নিয়ম,
আমি শিখি তোমার গম্ভীরতা
তোমার ধারণ ক্ষমতা
ফিরিয়ে দেয়া সব কলুষিত ধন
শত সহস্র প্রাণ হরণ।
আমি শিখি জন্ম, প্রেমেমত্ত আলিঙ্গন,
বারবার বারেবারে ফিরে আসা
সৈকতের পাণে সিক্ত কামাতুর অষ্টাঙ্গ ছন্দে,
আবার সে রুদ্র রূপে আবির্ভূত শিহরণ।
তোমার নিলয় বিলয় এই খেলায়
অবিরাম সিক্ত স্নিগ্ধ রূপে আবির্ভূত
আমি বিস্মিত, ভাবি কত গম্ভীর তুমি!
এতো জলরাশি ধারণ করেও
সৃষ্টির মূল মন্ত্র হয়েও শান্ত শীতল।
তবে, তোমার একেক রূপ,
যেন সৃষ্টির প্রকৃত নিয়ম ।
যে নিয়মের বন্ধ আমরাও ,
আসলে সবই একই সুত্র
শুধুই অনুধাবন ।
আকাশানস্তায়তন বা
বিজ্ঞানানস্তায়ন বা
আকিঞ্চনায়তন বা
নৈবসংজ্ঞানাসংজ্ঞায়নে
সৃষ্টির মূল রহস্য ভেদে
পেয়েছি মুক্তির স্বাদ ।