সৃষ্টি সাহিত্য যাপনকবিতা:---দুর্গা দুর্গতিনাশিনীকলমে:--- বামাপদ মণ্ডল তারিখ:--- ২২/০৯/২০২৩
এসো মা দুর্গা দুর্গতিনাশিনী মুছায়ে দাও মানুষের অন্তরের গ্লানি, কলির দানব অসুরের অশুভশক্তি নাশি অসীম স্নেহে ঘুচাও বসুন্ধরার নয়ন…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা:---দুর্গা দুর্গতিনাশিনী
কলমে:--- বামাপদ মণ্ডল
তারিখ:--- ২২/০৯/২০২৩
এসো মা দুর্গা দুর্গতিনাশিনী
মুছায়ে দাও মানুষের অন্তরের গ্লানি,
কলির দানব অসুরের অশুভশক্তি নাশি
অসীম স্নেহে ঘুচাও বসুন্ধরার নয়নপানি।
যে কামানলে পুড়ে কলুষিত বুকে
মলিনমুখে দাঁড়ায়ে মাগিছে তব চরণছায়া,
তার আঁখিজল মুছায়ে হাসিমুখে
ভরো অমৃত সুধাধারা মা মহামায়া।
কলঙ্কশূন্য করো বিষাদগ্রস্থ নিখিলহৃদয়
মুক্ত করো কলঙ্কের ঘৃণ্যবেড়ির বন্ধন,
চিত্তগহীনের দুঃখ পাপ-তাপ দুরিত করো
আনো লাঞ্ছিত প্রাণে প্রেমের স্পন্দন।
হৃদয়বেদনা ঘুচায়ে শুভ্রশুচিতায় ভরো
ধরার দূষিত কাম-ক্রোধ হিংসাভরা পিঞ্জর,
দাম্ভিক অত্যাচারীর অহংকার চূর্ণ
করো অসুরদলনী লয়ে শাণিত খঞ্জর।