Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন ##"স্থবির"--.##কলমে  :  রাহুল সেনগুপ্ত তারিখ  : ২২/০৯/২০২৩
কাল মাঝরাতে চলন্ত ট্রেনে চলতে চলতে, নিকষ কালো অন্ধকারে অবলোকনে ছিল - তারা ভরা গভীর মহাকাশ, তার অসীম মহিমা।ক্রমে ক্রমে সব চিন্তা বিলুপ্ত হয়ে শ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

##"স্থবির"--.##

কলমে  :  রাহুল সেনগুপ্ত 

তারিখ  : ২২/০৯/২০২৩


কাল মাঝরাতে চলন্ত ট্রেনে চলতে চলতে, 

নিকষ কালো অন্ধকারে অবলোকনে ছিল - 

তারা ভরা গভীর মহাকাশ, তার অসীম মহিমা।

 

ক্রমে ক্রমে সব চিন্তা বিলুপ্ত হয়ে শুধু ঘুরপাক খেতে থাকে  দুটো শব্দ," বাঁচা "... " মরা",, আদ্যিকাল থেকে এই বাঁচা মরার জটিল বিষমন্থনে  

নিমজ্জিত আমরা। 

উচ্চকিত স্বরে কেউ বলছে - 

আমি বাঁচবো,

ফিসফিসিয়ে কেউ বলছে,আমি মরব। 

এখনও চলছে সেই বহমান স্রোত। 

 

প্রয়োজন ছিল-- 

কষ্ঠিপাথরে যাচাই করা মনের আয়না...

কিন্তু সব পাথরই তো এখন ঝুটা-নকল, 

আর মনের আয়না? সে মন কই?

সবই এখন হেজে-মজে পচে গেছে। 


ন্যায়-অন্যায়,ভালো-মন্দ,উচিত -অনুচিত...

এই বোধ,..

কোন হুকুমের কাছে নতজানু আজ?! 

তাই পাগলের মত কেউ বলে, 

আমি বাঁচবো. কেউ বলে..আমি মরবো।।

 

আসলে বেঁচে আছে সবাই ---

বেঁচে  মরেও  আছে সবাই।। 

কেননা ন্যায়দন্ড অবনমিত আজ।।।।

কেননা  মেরুদণ্ড  নিখোঁজ  আজ ।।।।