নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর.... মেদিনীপুর সদর ব্লকের ৬/২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় রামনগর-নতুনবাজারের জনতা গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব ও ডেঙ্গু সচেতনতা প্রচার শিবির। …
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর.... মেদিনীপুর সদর ব্লকের ৬/২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় রামনগর-নতুনবাজারের জনতা গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব ও ডেঙ্গু সচেতনতা প্রচার শিবির। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আয়োজিত সংস্থার সভাপতি শুভরাজ আলি খান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে চার গাছে জল ঢেলে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের শিবিরে ১০জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।এদের মধ্যে বেশিরভাগই প্রথমবার রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধক্ষ্য গণি ইসমাইল মল্লিক, পঞ্চায়েত প্রধান রবিউল সর্দার, সংস্থার উপদেষ্টা সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী রাহুল কোলে, সমাজসেবী সেক ইমামুদ্দিন, হাসিবুল খাংন,সব্যসাচী মন্ডল, মুক্তার আলী খাঁন,মহিদুল খাঁন, সেক শাজাহান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও ক্লাবের সমস্ত সদস্যরা।
উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এদিনের শিবির থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি শুভরাজ আলি খাঁন।
উল্লেখ্য মূলত চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে গড়ে উঠা জনতা স্পোর্টিং ক্লাব এর আগে বিভিন্ন ক্রীড়া কর্মসূচি সফল্যের সঙ্গে আয়োজন করেছে। এবার তাদের প্রথম রক্তদান শিবিরও সাফল্য মন্ডিত হলো।