ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)রামনগর এরিয়া কমিটি উদ্যোগে দীঘায় মার্ক্সীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধক সম্মানীয় জেলা সম্পাদক কম:নিরঞ্জন সিহি।এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম:আশীষ প্রামানিক, এরিয়া কমিটির সম্…
ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)
রামনগর এরিয়া কমিটি উদ্যোগে দীঘায় মার্ক্সীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধক সম্মানীয় জেলা সম্পাদক কম:নিরঞ্জন সিহি।এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম:আশীষ প্রামানিক, এরিয়া কমিটির সম্পাদক কম:সুরঞ্জন গিরি, কম: শ্যামসুন্দর জানা, রামচন্দ্র জানা, হরিপদ পঞ্চাধাই , শৈলেশ শেখর কুন্ডু,সনাতন মন্ডল,গৌরী প্রধান সহ অন্যান্য নেতৃত্ব।