Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অষ্টমীর দিন ভেজ ডে, ব্রিটিশরাও ঐদিন মদের দোকান বন্ধ রাখতো,সরকার বাহাদুরের কাছে অনুরোধ করবো মদের দোকান বন্ধ রাখতে- শুভেন্দু

*পূর্ব মেদিনীপুর**তমলুক*তমলুক : মদ বিক্রি করে রাজ্য সরকার যে পরিমান কর আদায় করে থাকে তা নিয়ে নানা সময় বিরোধীদের মুখে নানা কথা শোনা যায়। এবার দুর্গা মায়ের পুজোর উদ্বোধন করতে এসে আরও একবার সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ…

 


*পূর্ব মেদিনীপুর*

*তমলুক*

তমলুক : মদ বিক্রি করে রাজ্য সরকার যে পরিমান কর আদায় করে থাকে তা নিয়ে নানা সময় বিরোধীদের মুখে নানা কথা শোনা যায়। এবার দুর্গা মায়ের পুজোর উদ্বোধন করতে এসে আরও একবার সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পঞ্জিকা মতে পূজার্চনা হোক। আর অষ্টমীর দিন ভেজ ডে।ঐদিন ব্রিটিশরাও মদ দোকান বন্ধ রাখতেন। তাই সরকার বাহাদুরের কাছে অনুরোধ করবো অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার।

বাংলায় বিশেষ বিশেষ দিন গুলিতে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। আর সেই মদ খেয়ে অসামাজিক কাজ কর্ম হয়ে চলেছে। মদ খাওয়ার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহন করলে মদ বিক্রির ঢালাও অনুমোদন দিয়ে চলেছে বর্তমান সরকার।

 

শুক্রবার রাতে তমলুকে পুজোর উদ্বোধন করতে এসে শুভেন্দুবাবু আরও বলেন, তমলুককে বাদ দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হতে পারে না। কারণ এখানে মা বর্গভীমা রয়েছেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর এসেছিলেন, নেতাজি, ক্ষুদিরাম সহ  অন্যান্য মনীষী থেকে গুনি মানুষ এখানে এসেছেন, থেকেছেন তাছাড়া তমলুক থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তাই তমলুলকে বাদ দিয়ে শুভ কাজ হতে পারে না।অনেকেই আমন্ত্রণ করেছে সব জায়গায় যেতে পারিনি। কয়েকটায় উপস্থিত হয়েছি আবার অষ্টমীতে আসবো। মদের দোকান বন্ধ রেখে পুজো অনন্দময় হোক এই প্রার্থনা থাকলো।।