অরুণ কুমার সাউ, ভূপতিনগর : আজ মহাষষ্ঠীর দিনে ভূপতিনগর শীতলা মায়ের মন্দিরের বটবৃক্ষ তলায় প্রকাশিত হলো অনুরেণু সাহিত্য পত্রিকা। পত্রিকা পরিবারের আয়োজনে এবার অনুরেণুর বিশতম শারদ সংখ্যা প্রকাশ হয়৷ আজকের সাহিত্য সভা অনুষ্ঠানে উপস্…
অরুণ কুমার সাউ, ভূপতিনগর : আজ মহাষষ্ঠীর দিনে ভূপতিনগর শীতলা মায়ের মন্দিরের বটবৃক্ষ তলায় প্রকাশিত হলো অনুরেণু সাহিত্য পত্রিকা। পত্রিকা পরিবারের আয়োজনে এবার অনুরেণুর বিশতম শারদ সংখ্যা প্রকাশ হয়৷ আজকের সাহিত্য সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখন্ড মেদিনীপুরের ইতিহাসকার ও বিশিষ্ট সাহিত্যিক মন্মথনাথ দাস, কবি ও গৌরচাঁদ পাত্র, ড. বিষ্ণুপদ জানা, বিমান কুমার নায়ক, সমরেশ সুবোধ পড়িয়া, অশোক কুমার বেরা, ভূপাল কুমার মাইতি, অনিল সাহু, বিষ্ণুপদ ভুঞ্যা, স্বাতী পাত্র, ধৃতিরূপা ত্রিপাঠী, হরিপদ পন্ডা, কালিপদ মাইতি, গোকুল ভুঞ্যা, অশোক কুমার দাস, সিতাংশু দাস, নিতাইচরণ পাত্র, দেবাশীষ গীর গোস্বামী, ঊষা পাত্র, শুভ্রাংশু ত্রিপাঠী, চন্দন মাইতি, শ্যামল মিশ্র ও কেশব চন্দ্র প্রধান প্রমুখ বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীগণ৷ উপস্থিত সাহিত্যিকগণ স্বরচিত কবিতাপাঠ, অণুগল্পপাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন৷ এই সাহিত্যবাসরে অনুরেণুতে সেরা লেখার জন্য প্রথম ‘অনুরেণু সাহিত্য সম্মান-২০২৩’ প্রদান করা হয় মাননীয় গল্পকার গৌরচাঁদ পাত্র মহোদয়কে৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কেশবচন্দ্র প্রধান৷ অনুরেণু পরিবারের পক্ষ থেকে আজ মহাষষ্ঠীর শুভ দিনে মিষ্টিমুখ করানো হয় ।