সৃষ্টি সাহিত্য যাপন #কবিতা#বিষয়: বিধবা বিবাহ ও ঈশ্বরচন্দ্র।
যদি খনন করতে পারো সেই কাঠিন্যের বহিরাবয়ব--দেখবে,অবাক করা কোমলতার ঠাস বুননএক ভিন্ন পৃথিবী,কী অসম্ভব রূপময়তায়!গভীর হতে আরো গভীরে চিত্রার্পিত অনন্য আকরিকপরিশীলিত গিরিমালার…
সৃষ্টি সাহিত্য যাপন
#কবিতা#বিষয়: বিধবা বিবাহ ও ঈশ্বরচন্দ্র।
যদি খনন করতে পারো সেই কাঠিন্যের বহিরাবয়ব--
দেখবে,অবাক করা কোমলতার ঠাস বুনন
এক ভিন্ন পৃথিবী,কী অসম্ভব রূপময়তায়!
গভীর হতে আরো গভীরে চিত্রার্পিত অনন্য আকরিক
পরিশীলিত গিরিমালার সমাহার।
বিদ্যা আর দয়ার যৌগিক অশত্থ-বটের নিবিড়তা।
নিষ্ঠা আর কর্তব্যের চমকিত আবলুষী বনরাজ্যময়
ধ্যানরত স্বরূপিত মহাত্মা,ক্ষণজন্মা পুরুষকার--
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শুধু বিধবা-বিবাহ নয়,দয়া নয় দাক্ষিণ্য নয়।
মাতৃভক্তি নয়,নয় Energy of an English man,
Heart of a Bengalee mother নয়-
চির যৌবনের আর্য নবীনতা নয়-
বিদ্যাসাগর অর্থে,শান্তশীতল সাগরপথে ভাসমান
ইস্পাত নির্মান ভেসল্,চলেছে আলোর মন্দিরের পথে
যেথা আঁধার রয়েছে এক আসনে আলোর সাথে
সকল সাদা-কালোর সনাতনী মহিমা মেখে।
সবে মাত্র ঋতুবতী মেয়ে চলেছে পঞ্চাশোর্দ্ধ এক
প্রমাণপুরুষের সাথে, হাপুশ নয়নে সংসার পত্তনে।
কী নিদারুণ সে সব দৃশ্য!মণিকাঞ্চনের ঋণ পরিশোধ।
নারী সম্মানিত হয়নি সেদিনও।যদিও পৃথিবী যথেষ্ট
তরুণ ছিলো।প্রস্ফূটিত হয়নি,আশা-আকাঙ্খার মণোসীজ।অথচ যুপকাষ্ঠের ফাঁসে বাধ্যতার প্রণাম।
শতশত নারী পান করেছে অভিশাপ বারংবার।
নীরব থেকেইছে কৌলিন্যের ধ্বজাধারী সমাজ।
অবশেষে,নারীপ্রগতির শিরায় কান্নাভেজা আর্তনাদ।
ফলবতী হাজারো নারীর উৎকন্ঠা আর সঘন প্রত্যাশা
জন্মদিলো এক সংস্কৃতির। সাগরপ্রতিমায় দীপ্র আহ্বান।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ~একা নাবিক ঈশ্বর।
বেদ-বেদান্ত-ধর্মগ্রন্থের মন্থনে যুক্তিনিষ্ঠ দাবীর ক্ষেপণ।
সমাজ দ্বিখন্ডিত~নবীন সভ্যতার উন্মেষ ও প্রতিষ্ঠা।
পুরোহিতের আসনে স্বয়ং ঈশ্বর।ঘৃতাহুতির যজ্ঞে
প্রথম বিল্ব পত্রের উজ্জ্বল শিখায় অগ্নিশুদ্ধি পেলো
" বিধবা বিবাহ"।ক্ষয়িত রক্তের সমুহ স্বতষ্ফূর্তআবেগ
নিরিক্ষণ করলেন মহানন্দে, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর।
~~~~~☆~~~~~~~☆~~~~~~☆~~~~~~
মণীন্দ্রনাথ বাগ// প্রবাসে। //25/ 09/2022//