সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - "অনুভূতি"কলমে - মিঠু ঘোষতারিখ -১৮-০৯-২০২৩
কত কথা বলেছিলে সেদিন শিউলি ঝরা সুপ্রভাতে,শতদলের স্তবক খানি নিয়ে বাড়িয়ে ছিলে তোমার দুহাত ------শূন্য হৃদয় ছিল মোর,বাক্ রুদ্ধ তায় দন্ডায় মান আমি…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - "অনুভূতি"
কলমে - মিঠু ঘোষ
তারিখ -১৮-০৯-২০২৩
কত কথা বলেছিলে সেদিন শিউলি ঝরা সুপ্রভাতে,
শতদলের স্তবক খানি নিয়ে বাড়িয়ে ছিলে তোমার দুহাত ------
শূন্য হৃদয় ছিল মোর,
বাক্ রুদ্ধ তায় দন্ডায় মান আমি শিউলি তলায়।
শুধু শারদীয়ার চণ্ডী পাঠে অপূর্ব শোভা যেন দিকে দিকে ছড়িয়ে পড়েছিল -----
আর আমি তোমার একটু খানি স্পর্শের অনুভবে সারাদিন তখন কাটাতে পারতাম,
হয়তো দুদিন চলে যেতো সেই অনুভবের অনুভূতিতে।
ওটাই কি ছিল প্রেম,
আজ মনে হয় ,হয়তো ওটাই ছিল আমার সেই যুবতী কন্যার চাওয়া পাওয়ার আকাঙ্খা ---
কিংবা নিতান্তই ভালোলাগার এক ইচ্ছে পূরণের দাবী।
কিন্তু আজ যেন এতো বছর বাদে সব আবছা,
সত্যিই কি ওসব অনুভূতি ছিল -----
আজ যেন সব শেষ,
কোন দুঃখে দুঃখ পাইনা ---
কোন বেদনা হৃদয়কে বিদীর্ণ করেনা,
কোনো চাওয়া পাওয়ার ইচ্ছে ও যেন আজ মৃত।
সত্যিই এই মেয়েটাই কি সেদিনের আমি,
শুধুই ভাবছি আজ শিউলি তলায় দাঁড়িয়ে।