সৃষ্টি সাহিত্য যাপনকবিতা - মাস্বরূপ সান্যাল ২৭/০৯/২০২৩
তুমি কী শুনতে পাও মাআমার কান্না-র স্বর,পাও কী চোখের জলতোমার 'পরে কত নির্ভর।
মাথার ঘাম পায়ে ফেলে দিবা রাত কত খেটেছো,দশ দিন দশ মাস গর্ভে পৃথিবীর আলো দেখিয়েছো।
তোমার কোলে প্…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা - মা
স্বরূপ সান্যাল
২৭/০৯/২০২৩
তুমি কী শুনতে পাও মা
আমার কান্না-র স্বর,
পাও কী চোখের জল
তোমার 'পরে কত নির্ভর।
মাথার ঘাম পায়ে ফেলে
দিবা রাত কত খেটেছো,
দশ দিন দশ মাস গর্ভে
পৃথিবীর আলো দেখিয়েছো।
তোমার কোলে প্রথম কথা
দিয়েছো শিক্ষা-র চেতনা,
হাত ধ'রে শিখেছি প্রথম হাঁটা
তুমি চলার পথের প্রেরণা।
সঞ্জীবনী সুধা মাগো তুমি
আমার অমৃতের আধার,
বটবৃক্ষের ছায়া তুমি মাগো
তুমি ছাদ মাথার আমার।
শরীর বৃদ্ধ হলেও মাগো
মন যেন হয় না মা,
তুমি আমার পূন্য ভূমি
তুমি জগৎ জননী মা।