Page Nav

HIDE

Post/Page

May 18, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

বিথী আমার বিথী-ডিউক হুদা
বিথী তোমার চাঁদ বদনটিদেখবো ঘুরে ঘুরেতাইতো তোমায় নানান ছলেডাকি বারে বারে।
বিথী তোমায় যখনই ডাকিছুটে এসো কাছেমনটি আমার সদা তোমারহাতের ছোঁয়া যাচে।
বশীভূত করেছো বিথীকি মন্ত্র দিয়াবিথী বিথী জপে সদাআমার প্রেমিক হি…


 বিথী আমার বিথী

-ডিউক হুদা


বিথী তোমার চাঁদ বদনটি

দেখবো ঘুরে ঘুরে

তাইতো তোমায় নানান ছলে

ডাকি বারে বারে।


বিথী তোমায় যখনই ডাকি

ছুটে এসো কাছে

মনটি আমার সদা তোমার

হাতের ছোঁয়া যাচে।


বশীভূত করেছো বিথী

কি মন্ত্র দিয়া

বিথী বিথী জপে সদা

আমার প্রেমিক হিয়া।


বাইরে যখন বেরিয়ে যায়

তোমায় ঘরে রেখে

মনটা আমার কেমন জানি

করে থেকে থেকে।


বাড়ী ফিরে আবার যখন

তোমার দেখা পাই

মনে হয় যে আমার চেয়ে

সুখী কেউতো নাই।


তুমিই আমার প্রথম ওগো

তুমিই আমার ইতি

তুমিই আমার জানের জান

বিথী আমার বিথী।


চির বিদায় হয় যেন মোর

বিথীর হাতটি ধরে

বিধাতা আমার এই ইচ্ছাটি

যেন পূরণ করে।


ডিউক হুদা, ঢাকা, বাংলাদেশ।

২৩ সেপ্টেম্বর ২০২৩ সাল।