সৃষ্টি সাহিত্য যাপন
নন্দিনী সুখে আছে
ডা.শামস রহমান ০৯ আশ্বিন'১৪৩০;ইং ২৪/০৯/২৩
নন্দিনী কারও ঘরে সুখে আছো আজ আমায় কী গেলে ভুলেজীবনে প্রেম একবার আসে সেকি মন নিয়ে খেলা বলো!বিশ্বাস আশ্বাসে গড়ে কারও বাহুলগ্না হয়ে আছো আজ কোথাওপ্রেমের ই…
সৃষ্টি সাহিত্য যাপন
নন্দিনী সুখে আছে
ডা.শামস রহমান
০৯ আশ্বিন'১৪৩০;ইং ২৪/০৯/২৩
নন্দিনী কারও ঘরে সুখে আছো আজ
আমায় কী গেলে ভুলে
জীবনে প্রেম একবার আসে সেকি মন
নিয়ে খেলা বলো!
বিশ্বাস আশ্বাসে গড়ে কারও বাহুলগ্না
হয়ে আছো আজ কোথাও
প্রেমের ইতি টানল না রাখল আশার
প্রদীপ জ্বালিয়ে!
ললিতার মনে হলে সুললিত কণ্ঠে
কতকিছু বলে যায়
কোথাও সন্ধ্যা এলে সাঁঝবাতি জ্বালিয়ে
বসে পড়ে কারও পূজায়!
সখা অন্তহীন প্রাণ ভরে আপনার গান
কাছে আসতে চেয়েও দ্বিধা
ফুলমালা জড়ায় কুন্তল সাজায় জল
জোছনায় ছবি বাঁধা!
যে দেখেছে বিরাগ বিরহ ভালোবেসে
বুকেই যন্ত্রণা পায়
ব্যথা নিত্যসঙ্গী হয়ে ঘুরেফিরে গ্রহণ
অমাবস্যায়!
এক ফাগুনে মন দেয়ানেয়া আরেক
বসন্তে ভুল বোঝা
এই করে সময় পার হয়ে যায় প্রেম
হারায় পথ সোজা!
দেখা হওয়া না হওয়ার মাঝে পড়ে
সময়টা পেরিয়ে গেল
ও না বুঝে ব্যথা ভরে যতো,সব যেন
হলো এলোমেলো!
পরাজিত মনের ভাবনা কী এখন,হয়
এসপার নয় ওসপার
মনে বলে সরলরেখায় চলব সেই পথ
ধরে একা!
-Shams Rahman.