Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম: রয়েছে অন্তরেকলমে: মৌসুমী সরকারতারিখ: ২৮/০৬/২০২৩
আজো রয়েছে সে অন্তর জুড়ে!অপ্রাপ্ত বয়সে সাজানো মনের বাসরে-যে ছিল প্রাণপ্রিয় সখা আমার?গুণ গরিমায় কাব্য মঞ্জরীর লহমায়-;বিশ্বের সকল প্রিয়ার মনের মনি-ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম: রয়েছে অন্তরে

কলমে: মৌসুমী সরকার

তারিখ: ২৮/০৬/২০২৩


আজো রয়েছে সে অন্তর জুড়ে!

অপ্রাপ্ত বয়সে সাজানো মনের বাসরে-

যে ছিল প্রাণপ্রিয় সখা আমার?

গুণ গরিমায় কাব্য মঞ্জরীর লহমায়-;

বিশ্বের সকল প্রিয়ার মনের মনি-কোঠরে।

পাগলের মতো গেয়েছি গান তাঁরই,

 দর্শনের  তরে কাটানো বিনিদ্র রাতে।

অবুঝ মন শুধু  ছিল অপেক্ষাতে-;

দেখা বুঝি হবে শারদ প্রভাতে। 

ভ্রম গেল সরে কাব্য থেকে-

কাব্যান্তরে নিজেরে নেহারি অদর্শনে স্বকীয়

 অস্তিত্বে।মূঢ়মতি আমি, কোথা  বিশ্বকবি?

কোথা এ অবুঝ অপরিণত বালা?

জনমের কত কাল আগে গেছে,

এ নিখিল বিশ্ব ছাড়ি,অমূল্য

কীর্তি সব রেখে? আমি খুঁজি 

তারে প্রিয়ের বেশে,আপন পাশে?

 বুঝি আজ, কভু হবেনা আমার 

সে,স্বপ্নে যারে দেখেছিলেম বয়ঃসন্ধিকালে।