* যদিও বর্ণমালায় * মঞ্জিরা ঘোষ
যদিও বর্ণমালায়,এঁকেছি তোমাকে,অস্তরাগের রামধনু রঙ দিয়েএটুকু অনেক,বেশি কিছু চাওয়া,হয় নি তো এর চেয়ে।
বৃষ্টির জলকণা,প্লাবনে মেতেছে,দু চোখ ভেসেছে,হয়েছি অশ্রুমতীকে মোছাবে বলো,তুমি না থাকলে, অপ…
* যদিও বর্ণমালায় *
মঞ্জিরা ঘোষ
যদিও বর্ণমালায়,
এঁকেছি তোমাকে,অস্তরাগের রামধনু রঙ দিয়ে
এটুকু অনেক,বেশি কিছু চাওয়া,হয় নি তো এর চেয়ে।
বৃষ্টির জলকণা,
প্লাবনে মেতেছে,দু চোখ ভেসেছে,হয়েছি অশ্রুমতী
কে মোছাবে বলো,তুমি না থাকলে, অপূরণীয় ক্ষতি!
পাওয়ার নিরিখে দেখি,
সবটুকু নয়,কিছুটা তো থাক,বাকি টা অন্তরালে
বেদনা বিছানো পথে ,পায়ে পায়ে এসেছো তো সমতলে।
যাবতীয় সংশয়,
মেকওভারে আজ সাহসী হয়েছে,অযুত বর্ষ পরে--
আপন আলোয় প্রদীপ জ্বেলেছি,একাকী আপন ঘরে।
জানি ঠিক অবশেষে --
এলোমেলো সব পথ ধুয়ে যাবে জেব্রা ক্রসিং দাগে
তুমি থেকে যাবে নিবিড় নীরবে অনুপম অনুরাগে।।