Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

আমি সূর্যমুখী (৩)অরুণ কুমার ঘোষ 
ইস্ট্রোজেন ক্ষরিত হয়ে চলেসংসারে ছয় ঋতু, ঋতুমতি হয় নিয়মের বেড়াজালে বেঁধেছ আমায়সবই কী তোমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ?আমি সূর্যমুখী, সবকিছু নিয়েছি তো মেনে ।
দশ দিক আলো করে জন্ম নেয় শিশুকেউ ফকির…

 


আমি সূর্যমুখী (৩)

অরুণ কুমার ঘোষ 


ইস্ট্রোজেন ক্ষরিত হয়ে চলে

সংসারে ছয় ঋতু, ঋতুমতি হয় 

নিয়মের বেড়াজালে বেঁধেছ আমায়

সবই কী তোমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ?

আমি সূর্যমুখী, সবকিছু নিয়েছি তো মেনে ।


দশ দিক আলো করে জন্ম নেয় শিশু

কেউ ফকিরের বেশে, কেউ যিশু

গর্ভাশয় ভাড়া খাটে,খিদের দুনিয়ায়

দিনমণি, তুমি তো সবই জানো !

আমি সূর্যমুখী, সবকিছু নিয়েছি তো মেনে ।


চাঁদেরও কলঙ্ক আছে, আর আছে ভয়

তোমার বিজয় রথে আলোড়িত হয় । 

কোটি বছরের নক্ষত্রের আলো নিংড়ে 

রুদ্র রূপ নিয়ে আনন্দে নাচ, হে নটরাজ !

আমি সূর্যমুখী, সবকিছু নিয়েছি তো মেনে ।


সহস্র আঘাতেও মরব না প্রভু

দিনান্তে আগুন পায় গোলার্ধ, তোমার কৃপায় ।

নাড়ি ছেঁড়ে, অসংখ্য পরমাণু ভ্রুণ, 

গবেষণাগারে পরিত্যক্ত হয়ে মুক্তি পায় জীব ।

আমি সূর্যমুখী, সবকিছু নিয়েছি তো মেনে ।


অকুঘো/কলিকাল/০৯.১০.২০২৩